বাংলাদেশে সরকার পরিবর্তন হলে সম্পর্ক কেমন হতে পারে জানালেন ভারতীয় সেনাপ্রধান

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশে সরকার পরিবর্তন হলে সম্পর্ক কেমন হতে পারে জানালেন ভারতীয় সেনাপ্রধান
রবিবার, ৯ মার্চ ২০২৫



বাংলাদেশে সরকার পরিবর্তন হলে সম্পর্ক কেমন হতে পারে জানালেন ভারতীয় সেনাপ্রধান

বাংলাদেশে সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হতে পারে তা জানালেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদি। তিনি বলেছেন, বাংলাদেশে সরকার বদলালে দুদেশের সম্পর্ক পরিবর্তন হতে পারে।

শনিবার নয়া দিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভে এ তথ্য কথা বলেন তিনি। খবর এনডিটিভির।

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থান ভারতীয় সেনাপ্রধান বলেন, “এখনই সিদ্ধান্ত নেওয়া খুব তাড়াতাড়ি হবে। তবে বর্তমানে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো রয়েছে। সেনা-সেনা সম্পর্ক খুবই শক্তিশালী এবং নিয়মিত তথ্য বিনিময়ের মাধ্যমে আমরা ভুল বোঝাবুঝি এড়াচ্ছি। তবে সরকার পরিবর্তন হলে এটি প্রভাবিত হতে পারে।”

“পাকিস্তান ও চীনের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা একটি বাস্তবতা এবং ভারতকে দুই ফ্রন্টের হুমকির জন্য প্রস্তুত থাকতে হবে” উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তান ও চীন পরস্পরের মধ্যে উচ্চ স্তরের সহযোগিতা বজায় রেখেছে, যা আমাদের কৌশলগত দৃষ্টিকোণ থেকে গুরুত্ব বহন করে।”

এ ছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে তিনি বলেন, “সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি নির্দিষ্ট দেশে এবং তাদের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক থাকলে আমার চিন্তা হওয়া উচিত। কারণ সন্ত্রাসবাদের বিষয়টি ওই দেশ থেকেও ঘটানো হতে পারে।”

তবে সহাবস্থান, সহযোগিতা ও সমন্বয়ের আহ্বানও জানিয়েছেন ভারতীয় সেনাপ্রধান। বলেন, “যুদ্ধে জড়ানো (এই অঞ্চলের) দেশগুলোর জন্য ভালো নয়। যুদ্ধ কি উভয় দেশের স্বার্থে ভালো? উত্তর হলো— না। তাই, আমরা যা দেখছি তা হলো— কীভাবে আমরা আজকের পরিস্থিতির সাথে সামঞ্জস্য রাখতে পারি এবং কূটনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলা না করা পর্যন্ত তা কীভাবে পরিচালনা করতে পারি।”

বাংলাদেশ সময়: ১৩:২৪:৪৩   ৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সীমান্তে ফের পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ, বেশ কয়েকজন নিহত
নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান ট্রাম্পের
ইসরায়েল থেকে মুক্তি পেল ১ হাজার ৯৬৮ ফিলিস্তিনি, ‘মাইলফলক’ বলল হামাস
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশর গেলেন ট্রাম্প
অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন
গাজায় পৌঁছাল ফিলিস্তিনি বন্দিদের বহনকারী প্রথম বাস
গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির ট্রাম্পের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরাইল
ডোনাল্ড ট্রাম্প নয়, শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা
ভারতকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখে আফগানিস্তান : আফগান পররাষ্ট্রমন্ত্রী
ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে শহিদুল আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ