বাংলাদেশে সরকার পরিবর্তন হলে সম্পর্ক কেমন হতে পারে জানালেন ভারতীয় সেনাপ্রধান

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশে সরকার পরিবর্তন হলে সম্পর্ক কেমন হতে পারে জানালেন ভারতীয় সেনাপ্রধান
রবিবার, ৯ মার্চ ২০২৫



বাংলাদেশে সরকার পরিবর্তন হলে সম্পর্ক কেমন হতে পারে জানালেন ভারতীয় সেনাপ্রধান

বাংলাদেশে সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হতে পারে তা জানালেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদি। তিনি বলেছেন, বাংলাদেশে সরকার বদলালে দুদেশের সম্পর্ক পরিবর্তন হতে পারে।

শনিবার নয়া দিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভে এ তথ্য কথা বলেন তিনি। খবর এনডিটিভির।

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থান ভারতীয় সেনাপ্রধান বলেন, “এখনই সিদ্ধান্ত নেওয়া খুব তাড়াতাড়ি হবে। তবে বর্তমানে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো রয়েছে। সেনা-সেনা সম্পর্ক খুবই শক্তিশালী এবং নিয়মিত তথ্য বিনিময়ের মাধ্যমে আমরা ভুল বোঝাবুঝি এড়াচ্ছি। তবে সরকার পরিবর্তন হলে এটি প্রভাবিত হতে পারে।”

“পাকিস্তান ও চীনের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা একটি বাস্তবতা এবং ভারতকে দুই ফ্রন্টের হুমকির জন্য প্রস্তুত থাকতে হবে” উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তান ও চীন পরস্পরের মধ্যে উচ্চ স্তরের সহযোগিতা বজায় রেখেছে, যা আমাদের কৌশলগত দৃষ্টিকোণ থেকে গুরুত্ব বহন করে।”

এ ছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে তিনি বলেন, “সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি নির্দিষ্ট দেশে এবং তাদের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক থাকলে আমার চিন্তা হওয়া উচিত। কারণ সন্ত্রাসবাদের বিষয়টি ওই দেশ থেকেও ঘটানো হতে পারে।”

তবে সহাবস্থান, সহযোগিতা ও সমন্বয়ের আহ্বানও জানিয়েছেন ভারতীয় সেনাপ্রধান। বলেন, “যুদ্ধে জড়ানো (এই অঞ্চলের) দেশগুলোর জন্য ভালো নয়। যুদ্ধ কি উভয় দেশের স্বার্থে ভালো? উত্তর হলো— না। তাই, আমরা যা দেখছি তা হলো— কীভাবে আমরা আজকের পরিস্থিতির সাথে সামঞ্জস্য রাখতে পারি এবং কূটনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলা না করা পর্যন্ত তা কীভাবে পরিচালনা করতে পারি।”

বাংলাদেশ সময়: ১৩:২৪:৪৩   ৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


গাজা থেকে ২ জিম্মির দেহাবশেষ উদ্ধারের দাবি ইসরাইলের
কোনো ‘ভয়াবহ ট্র্যাজেডি’ ঘটলে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেবেন ভ্যান্স!
পাকিস্তানের পাঞ্জাবে ব্যাপক বন্যা, প্রাণহানি ১৫
রাশিয়া-ইউক্রেন সংঘাতকে ‘মোদির যুদ্ধ’ বলল হোয়াইট হাউস
বিশ্বের প্রথম এইডস টিকা তৈরি করছে রাশিয়া
গাজায় ইসরাইলি যুদ্ধাপরাধে সহায়তার জন্য দায়ী হতে পারে যুক্তরাষ্ট্র: এইচআরডব্লিউ
গাজার হাসপাতালে ইসরাইলের হামলা, রয়টার্সের সাংবাদিকসহ নিহত ১৫
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেছে ওয়াশিংটন
সম্পর্ক জোরদারে সম্মত জাপান ও দক্ষিণ কোরিয়া
কলম্বিয়ায় দুটি পৃথক গেরিলা হামলায় নিহত ১৮, আহত অন্তত ৬০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ