রাখাইনে জাতিসংঘের মানবিক সহায়তা কর্মসূচিতে সহায়তা করার কথা ভাবছে ঢাকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাখাইনে জাতিসংঘের মানবিক সহায়তা কর্মসূচিতে সহায়তা করার কথা ভাবছে ঢাকা
বুধবার, ১২ মার্চ ২০২৫



রাখাইনে জাতিসংঘের মানবিক সহায়তা কর্মসূচিতে সহায়তা করার কথা ভাবছে ঢাকা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দুর্ভিক্ষের ঝুঁকির মুখে রাখাইন রাজ্যে জাতিসংঘের নেতৃত্বে মানবিক সহায়তা কর্মসূচিতে সহায়তা করার বিষয়ে বাংলাদেশ ইতিবাচকভাবে বিবেচনা করছে, যা মিয়ানমারের সংঘাতপূর্ণ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্যে স্থিতিশীলতা আনতে অবদান রাখতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমার বিষয়ক আসিয়ান চেয়ারপারসনের বিশেষ দূত তান শ্রী ওথমান হাশিম মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই মন্তব্য করেন।

সাক্ষাৎকালে, পররাষ্ট্র উপদেষ্টা জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত প্রত্যাবাসনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

তিনি মিয়ানমার, আসিয়ান সদস্য দেশসমূহ, জাতিসংঘ এবং দাতা দেশগুলোকে সম্পৃক্ত করে একটি ব্যাপক ভিত্তিক রোহিঙ্গা প্রত্যাবাসন রোডম্যাপ তৈরির লক্ষ্যে জরুরি পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

হোসেন বলেন, রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আসিয়ান দেশগুলো আরও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে প্রত্যাবাসন চ্যালেঞ্জ সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

পররাষ্ট্র উপদেষ্টা বিশেষ দূতকে তার নিয়োগ লাভের জন্য অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, সভাপতি হিসেবে তার মেয়াদকালে সংকট সমাধানে নতুন পথের সূচনা করবে।

বিশেষ দূত সংকট সমাধানের জন্য আসিয়ানের দৃঢ় প্রতিশ্রুতির কথা জানান এবং আশ্বাস দেন যে, তিনি এই লক্ষ্যে সমন্বিত প্রচেষ্টা চালাবেন।

তিনি একমত প্রকাশ করেন যে, সংকট সীমা ছাড়িয়ে গেছে। তিনি মিয়ানমারে আসিয়ানের চলমান মানবিক সহায়তা প্রচেষ্টার কথা তুলে ধরেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মতো আসিয়ান দেশগুলোও এই সংকটের কারণে প্রভাবিত, যা সম্ভাব্য সকল উপায়ে সহযোগিতার মাধ্যমে সমাধান করা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:০৪   ১৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন হান্নান মাসউদ
নারায়ণগঞ্জের ৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৫৭ প্রার্থী
বার্সেলোনার মুখোমুখি হবে মেসির ইন্টার মিয়ামি
এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে : ডা. তাহের
এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, হলেন দলের মুখপাত্র
প্রার্থীদের মাঝে এখনো আতঙ্ক কাটেনি: সাইফুল হক
আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা
পুলিশের আইনি কাজে বাধা দিলে গ্রেপ্তার করে আদালতে পাঠাতে হবে : আইজিপি
শারীরিক প্রতিবন্ধীদের সমস্যা ও সমাধান নিয়ে কর্মশালার উদ্বোধন করলেন সমাজকল্যাণ সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ