ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে খুলনায় মোমবাতি প্রজ্বলন

প্রথম পাতা » খুলনা » ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে খুলনায় মোমবাতি প্রজ্বলন
রবিবার, ২৩ মার্চ ২০২৫



ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে খুলনায় মোমবাতি প্রজ্বলন

দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে খুলনায় মোমবাতি প্রজ্বলন ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় নগরীর শিববাড়ি মোড়ে এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি সংস্থা নাইস ফাউন্ডেশন।

প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সংস্কৃতিকর্মী, নাগরিক নেতা, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, শিশু-কিশোরসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে সমাজের বিবেক জাগ্রত করে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

নাইস ফাউন্ডেশনের পরিচালক এম মুজিবুর রহমান বলেন, ‘আমরা চাই, নারীরা নিরাপদ থাকুক, শিশুরা নির্ভয়ে বেড়ে উঠুক। ধর্ষণ ও নারী নির্যাতন রোধে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়, মানসিকতার পরিবর্তনও জরুরি। আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা বিবেকের আলো জ্বালানোর চেষ্টা করছি, যেন সমাজের সবাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চাই, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।’

খুলনা জজ কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী মোমিনুল ইসলাম বলেন, ‘ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিচারহীনতার সংস্কৃতি এসব অপরাধ বাড়িয়ে তুলছে। আইন থাকলেও সঠিক প্রয়োগের অভাবে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। ধর্ষকদের দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে সমাজে দৃষ্টান্ত স্থাপন হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকেও কার্যকর ভূমিকা রাখতে হবে।’

সভার বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা মোমবাতি জ্বালিয়ে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানান।

বাংলাদেশ সময়: ১১:৪৯:১৮   ২০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


চুয়াডাঙ্গায় অ্যালকোহল পানে মৃত্যু, কবর থেকে চারজনের মরদেহ উত্তোলন
জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না : গোলাম পরওয়ার
খুলনায় বিশ্ব পরিসংখ্যান ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
খুলনায় সাংবাদিকদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা
মেহেরপুর সীমান্তে ১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
জুলাই সনদ স্বাক্ষরের পর নির্বাচন হতে বাধা নেই: দুদু
নাবিক ভর্তির সময় প্রতারকচক্রের ২ সদস্য আটক
সাতক্ষীরায় হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজদের জায়গা থাকবে না : গোলাম পরওয়ার
বাগেরহাটের মোল্লাহাটে আঞ্চলিক সমাবেশ ও ৩১ দফা লিফলেট বিতরণ বিএনপির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ