ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই বোনসহ ৪ জনের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই বোনসহ ৪ জনের মৃত্যু
রবিবার, ৩০ মার্চ ২০২৫



ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই বোনসহ ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের গৌরীপুর উপজেলার কলতাপাড়া নামকস্থানে বালুবাহী ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ২ বোনসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

রোববার (৩০ মার্চ) সকালে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চর শ্রীরামপুর গ্রামের বৈশাখী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ওসি মির্জা মাজহারুল আনোয়ার।

নিহতরা হলেন- একই উপজেলার দুর্বারচর ভাঙ্গা গ্রামের ওবায়দুর রহমানের স্ত্রী কুলসুমা খাতুন (৯৫), মানিক মিয়ার স্ত্রী দীলরুবা খাতুন (৪০), ময়মনসিংহ শহরের নাটক ঘরলেন এলাকার সাইফুল ইসলামের দুই মেয়ে রীতি আক্তার ও প্রীতি আক্তার (৭)।

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গৌরীপুর উপজেলার ভাংনামারী এলাকার নজরুল ইসলামের স্ত্রী শ্যামলী আক্তার (২০) ও একই এলাকার মানিকের মেয়ে মাহি (১৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যাত্রীবাহী অটোরিকশাটি উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চর শ্রীরামপুর গ্রাম দিয়ে যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে বৈশাখী মোড় পর্যন্ত আসতেই অটোরিকশার সঙ্গে বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে আরও একজন মারা যান।

এ দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া আহত অবস্থায় মাহি আক্তার ও শ্যামলী নামের দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

ঘটনার বিষয়ে এসআই মো. জামাল উদ্দিন বলেন, শহরের বৈশাখী মোড় পর্যন্ত আসতেই অটোরিকশার সঙ্গে বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আশপাশের মানুষ আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে।

এ বিষয়ে গৌরীপুর থানার ওসি মির্জা মাজাহারুল আনোয়ার বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন এবং অপর তিনজনকে ভর্তি করার পর আরও একজন মারা যান। বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান বলেন, নিহতদের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:১৩:২৭   ৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে : মির্জা ফখরুল
সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা
তিন উপদেষ্টার ভবদহ সফর ১০ লাখ মানুষের মনে আশার সঞ্চার করছে
বিমান বাহিনীতে অত্যাধুনিক যুদ্ধবিমান সংযোজনে সরকার সহযোগিতা করবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ