ফ্যাসিবাদের সময় প্রধান উপদেষ্টাও নির্যাতিত হয়েছিলেন : আযম খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফ্যাসিবাদের সময় প্রধান উপদেষ্টাও নির্যাতিত হয়েছিলেন : আযম খান
বুধবার, ২ এপ্রিল ২০২৫



ফ্যাসিবাদের সময় প্রধান উপদেষ্টাও নির্যাতিত হয়েছিলেন : আযম খান

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ফ্যাসিবাদের সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারও নির্যাতিত হয়েছিলেন। প্রতিটা পদে পদে তাকে নির্যাতন করা হয়েছিল। সেই নির্যাতনের সময় বিএনপি আপনার পাশে থেকেছে। আজ বুধবার (২ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের সময় যেমন বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে হয়রানি ও গায়েবি হামলা দেয়া হয়েছিল, লাখ লাখ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল। ঠিক সেরকম ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও কাল্পনিক হয়রানিমূলক মামলা দেয়া হয়েছিল।

আহমেদ আযম খান আরও বলেন, নির্যাতনকারী ফ্যাসিবাদ পালিয়ে গেছে। ‘আপনি প্রধান উদেষ্টা হয়েছেন। তাই আপনার প্রতিশ্রুত বাংলাদেশটাকে সমৃদ্ধির যাত্রায় ফিরিয়ে নিয়ে আসবেন। আপনার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা করবেন। ইতোমধ্যেই প্রতিপক্ষ রাজনৈতিক দল বুঝে গেছে, তারা প্রতিদিন বোরকা পড়ে মা- বোনদের কাছে যায়। নির্বাচনের জন্য ভোট চান।

তিনি আরও বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আসবেন। আরও একটু দেরিতে তারেক রহমান আসবেন। সারা বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানকে বরণ করার জন্য অপেক্ষা করছে।

বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, বাসাইল পৌর বিএনপি’র সভাপতি আক্তারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২০:২৬   ১৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুপুরে প্রধান উপদেষ্টার ভাষণ-ঘোষণাপত্র নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন
আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণবার্ষিকী
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
নানা আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউতে উদযাপিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’
রাজনৈতিক দলগুলোর অনৈক্যে, অনিবার্যভাবে ওয়ান ইলেভেনের দিকে যাবে দেশ : এবি পার্টি
নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি
শহীদের ঋণ শোধ করতে হবে: জেলা প্রশাসক
আইন কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে আলোচনা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ