সম্প্রীতি বজায় রেখে সহাবস্থান করুন: সুপ্রদীপ চাকমা

প্রথম পাতা » চট্টগ্রাম » সম্প্রীতি বজায় রেখে সহাবস্থান করুন: সুপ্রদীপ চাকমা
শনিবার, ৫ এপ্রিল ২০২৫



সম্প্রীতি বজায় রেখে সহাবস্থান করুন: সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সবাইকে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘আমরা সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে চাই। কে মারমা, কে ত্রিপুরা, কে বম জাতি-তা বিভেদ না করে, সবাই মানুষ-এইটাকে ধারণ করে সম্প্রীতি বজায় রেখে সহবস্থানের মাধ্যমে বসবাস করতে হবে। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হল সাধারণ জনগণের জীবনমান উন্নয়নে কাজ করা।’

আজ শনিবার সকালে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত প্লাটিনাম জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বেলুন উড়িয়ে প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে তিনি একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি বান্দরবান শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপরে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত ও প্লাটিনাম জয়ন্তী এর থিম সং পরিবেশন, শপথ বাক্য পাঠ ও আলোচনা অনুষ্ঠানে অংশ নেন অতিথিরা।

সুপ্রদীপ চাকমা বলেন, ‘আমাদের সকলকে বন্ধুত্বপূর্ণ, শান্তিপূর্ণ এবং সহযোগিতামূলকভাবে সকল প্রকার সমস্যার সমাধানে একসাথে কাজ করতে হবে।’

উপদেষ্টা বলেন, আমরা পার্বত্য অঞ্চলে কোয়ালিটি এডুকেশন, লাইভলিহুড ডেভেলপমেন্ট, পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিবেশ সহায়ক ও সুরক্ষামূলক বৃক্ষ ও বনায়ন অর্থাৎ ব্যালেন্স এনভায়রনমেন্ট এবং হারমোনিয়াস এপ্রোচ গড়ে তুলতে চাই।

এসময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই, বিদ্যালয়ের ছাত্র ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক, পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. আবুল কালাম, প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক মোজাম্মেল হক লিটন, সদস্যসচিব জসিম উদ্দিন তুষারসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৫০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমানে অধ্যায়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবীন-প্রবীণের এই মিলন মেলায় দিনব্যাপী শিক্ষক ও গুনীজনদের সম্মাননা স্মারক প্রদান, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, এ্যালামনাই কমিটি ঘোষণা, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণসহ নানান আয়োজনের মধ্যে আজ রাতেই শেষ হবে এই বর্ণাঢ্য আয়োজন।

বাংলাদেশ সময়: ২২:৩৫:৩৬   ৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে ইউএনও-ওসিসহ আহত ২০
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু
পটিয়ায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ভারত-চীনের অর্থনীতির বাতাসে আমাদের এগিয়ে যেতে হবে: পার্বত্য উপদেষ্টা
রাবিপ্রবিতে সি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত হোটেলকে পুরস্কৃত করবে সরকার : পরিবেশ উপদেষ্টা
শিগগিরই সকল সরকারি ভূমি অবৈধ দখলমুক্ত করা হবে: পরিবেশ উপদেষ্টা
‘সীমান্তের সব ভিডিও সত্য নয়, আবার সবটা যে মিথ্যা তাও নয়’
চট্টগ্রামে শারমিন হত্যা মামলার প্রধান আসামি মঈন গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ