শিল্পীর প্রাপ্য সম্মানটুকু কেড়ে নেবেন না : মিমি চক্রবর্তী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিল্পীর প্রাপ্য সম্মানটুকু কেড়ে নেবেন না : মিমি চক্রবর্তী
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫



শিল্পীর প্রাপ্য সম্মানটুকু কেড়ে নেবেন না : মিমি চক্রবর্তী

সিনেমার দৃশ্যে গানের সঙ্গে তাল মিলিয়ে ঠোঁট মেলানো হোক বা মঞ্চে জমজমাট পারফর্ম্যান্স। অনেক দর্শকের মনেই এমন ধারণা থাকে প্রিয় অভিনেতা-অভিনেত্রীরাই গানগুলো গেয়েছেন। এই নিয়ে বহু শিল্পী অনেক সময় আক্ষেপ প্রকাশও করেছেন।

এই ঘটনা সব ইন্ডাস্ট্রিতেই আকছার ঘটে থাকে। গায়ক অভিজিৎ ভট্টাচার্যকেও বলতে শোনা গিয়েছে ‘অভিনয়, গান সব তো শাহরুখই করেন। আমি আর কী এমন করি?’ বিভিন্ন অনুষ্ঠানে নিজেদের সিনেমার জনপ্রিয় গান গাইতে শোনা যায় অভিনেতা-অভিনেত্রীদের।

তেমনই ওপার বাংলার মিমি চক্রবর্তীও একটি অনুষ্ঠানে তারই সিনেমার একটি গান গেয়েছিলেন। তবে এক ভক্তের কাণ্ডে অবাক অভিনেত্রী। অন্যের ক্রেডিট নিজের নামে নিতে আপত্তি তার। পরিষ্কার সেই কথা জানিয়ে দিয়েছেন মিমি।

মিমির অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন তার ভক্তরা। প্রিয় অভিনেত্রীর পারফর্ম্যান্স দেখতে পছন্দও করেন সকলে। এবার তেমনই একটি ভিডিওর সঙ্গে সিনেমার অরিজিনাল গান জুড়ে ছড়িয়ে দেওয়া হয়। যা নজরে আসতে চুপ থাকেননি মিমি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তিনি জানান, এই গানের কোনও কৃতিত্ব তার নয়। তাই দয়া করে যেন অন্যের ক্রেডিট তাকে না দেওয়া হয়।

এই গানের জন্য গায়িকা মধুরা ভট্টাচার্যকে সম্পূর্ণ কৃতিত্ব দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘যিনি এই গানটি আমার বলে উল্লেখ করেছেন, তাকে পরিষ্কার করে বলতে চাই, এটি আমার গাওয়া গান নয়। অপূর্ব সুন্দর এই গানটি ‘কী করে তোকে বলব’ ছবির জন্য গেয়েছেন শিল্পী মধুরা ভট্টাচার্য।’

তার কথায়, ‘শিল্পীদের থেকে তাদের প্রাপ্য সম্মানটুকু কেড়ে নেবেন না বা চেষ্টাও করবেন না। কয়েকটা লাইক ও শেয়ারের লোভে নিজেকে এত ছোট করা ঠিক নয়। আর আমি যদি এত ভালো গান গাইতে পারতাম, তা হলে গান গাওয়াকেই পেশা হিসেবে বেছে নিতাম। তাই এসব ভেবে কেউ বোকা হবেন না।’

প্রসঙ্গত, শুধু অভিনয় নয়। মিমির কণ্ঠে গান শুনতেও পছন্দ করেন ভক্তরা। তবে তাই বলে কোনও শিল্পীর গান নিজের নামে নেওয়ার পক্ষে নন তিনি। এর আগেও এমন ঘটনা ঘটেছে মিমির সঙ্গে। প্রতিবাদও করেছেন। এ বারেও তেমনই সোচ্চার হতে দেখা গেল অভিনেত্রীকে।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:৪৮   ১১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ জলবায়ু সংকটকে অর্থনৈতিক সুযোগে রূপ দিতে পারে: ডেনিশ রাষ্ট্রদূত
১২ ফেব্রুয়ারি ফয়সালা হয়ে যাবে, কে রাষ্ট্র ক্ষমতায় আসবে : জয়নুল আবদিন
নারীদের জন্য অভিযোজন কেন্দ্র বাস্তবায়নের পরিকল্পনা নাসিকের
বিএনপি করতে হলে সুনাগরিক হতে হবে: সাখাওয়াত
বিএনপির সঙ্গে নেদারল্যান্ডসের প্রতিনিধি দলের বৈঠক
নীতি ও আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যের প্রয়োজন : মুফতি ফয়জুল করীম
শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ
বয়স্কভাতা কার্যক্রমে প্রকৃত দুস্থ ও বয়স্ক নাগরিককে আওতাভুক্ত করা হবে - সমাজকল্যাণ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ