দেশে ফিরছেন মিয়ানমারে আটক ২০ বাংলাদেশি

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশে ফিরছেন মিয়ানমারে আটক ২০ বাংলাদেশি
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫



দেশে ফিরছেন মিয়ানমারে আটক ২০ বাংলাদেশি

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমারের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া ২০ বাংলাদেশি দেশে ফিরছেন। আজ রবিবার (১৩ এপ্রিল) মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের এমআইটিটি বন্দর থেকে নৌ বাহিনীর জাহাজ বিএনএস সমুদ্র অভিযানে তারা দেশে ফিরছেন।

জানা গেছে, মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও নাগরিকত্ব যাচাইয়ের পর বাংলাদেশ দূতাবাস প্রত্যাবাসনের ব্যবস্থা গ্রহণ করে। গত কয়েক মাস ধরে তারা মিয়ানমারে আটক ছিলেন।

এ ছাড়াও একই জাহাজে মিয়ানমারের সাম্প্রতিক ভূমিকম্পে উদ্ধার তৎপরতা ও চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য যাওয়া ৫৫ সদস্যের দলটিও ১০ দিনব্যাপী কার্যক্রম শেষ করে দেশে ফিরছে। মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন দলটির সকল সদস্যকে তাদের কার্যক্রমের মাধ্যমে মিয়ানমারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন ২০ বাংলাদেশি তরুণের হস্তান্তর কার্যক্রম চলাকালে বন্দরে উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, যারা অবৈধভাবে মিয়ানমারে প্রবেশ করেছেন, তাদের যাচাই-বাছাই করে দেশে ফেরত পাঠানোর জন্য দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ প্রসঙ্গে তিনি সম্প্রতি মিয়ানমারের স্ক্যাম সেন্টার থেকে বাংলাদেশি নাগরিকদের ফেরত আনার উদ্যোগের কথাও উল্লেখ করেন। তিনি বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশ গমনেচ্ছু সকলকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান এবং সন্দেহজনক বা প্রতারণামূলক চাকরির প্রলোভনে না পড়ার পরামর্শ দেন।

উল্লেখ্য, বিএনএস সমুদ্র অভিযান মিয়ানমারের ভূমিকম্প দুর্গত জনগণের জন্য ১২০ মেট্রিক টন ত্রাণ সামগ্রী নিয়ে গত ১১ এপ্রিল ইয়াংগুন যায়। জাহাজটি আগামী ১৫ এপ্রিল বিকেলে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।

বাংলাদেশ সময়: ১৬:২৩:৩৭   ৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


হারল আবাহনী, ২২ বছর পর লিগ চ্যাম্পিয়ন মোহামেডান
কোস্ট গার্ড বেইস মোংলায় নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থানের অডিও-ভিজ্যুয়াল দলিল সংগ্রহে ও সংরক্ষণে কাজ করবে ফিল্ম আর্কাইভ: তথ্য সচিব
কোথায় কীভাবে পুশইন হচ্ছে, জানালেন বিজিবি মহাপরিচালক
চা শ্রমিকদের অসন্তোষ দূরীকরণে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করবে সরকার
উচ্চ রক্তচাপ প্রতিরোধে জীবনধারা পরিবর্তন করতে হবে : বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
সাইবার নিরাপত্তা প্রদান অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব : স্থানীয় সরকার উপদেষ্টা
সোনারগাঁয়ে চলছে ৫০০ বছরের ঐতিহ্যবাহী পাগলা গাছের মেলা
ট্রাম্প একদিকে শান্তির কথা বলেন অন্যদিকে হুমকি দেন: ইরানের প্রেসিডেন্ট
পরিবেশ রক্ষায় বড় দলগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: জোনায়েদ সাকি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ