বন্দরে ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার, ধারণা ‘দুর্ঘটনায় মৃত্যু’

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার, ধারণা ‘দুর্ঘটনায় মৃত্যু’
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫



বন্দরে ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার, ধারণা ‘দুর্ঘটনায় মৃত্যু’

বন্দরে ডোবা থেকে এক শিশু মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে কুশিয়ারা এলাকার চন্ডিতলার একটি ডোবা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছে বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম।

নিহত শিশুর নাম রেদোয়ান (৯)। সে বরিশাল জেলার কলাপাড়া থানার মোস্তফাপুর এলাকার শাহজাহান খলিফার ছেলে। নবীগঞ্জ জামিয়া আরবীয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র।

পুলিশ সূত্রে জানা যায়, তারা দীর্ঘ দিন ধরে বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের কবিলেরমোড় এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। এর আগে গত মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় খেলা করার উদ্দেশ্যে কবিলেরমোড়স্থ ভাড়াটিয়া বাসা থেকে বের হয়ে ওই মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম জানায়, বুধবার সকালে কুশিয়ারা এলাকাবাসী চন্ডিতলা একটি ডোবায় ভাসমান অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে থানায় সংবাদ জানায়। পরে থানার উপ পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবিরসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে এসে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

তিনি আরও জানায়, প্রাথমিব ভাবে জানা গেছে সাতার না জানায় দুর্ঘটনা বসত নিহত হয়েছে। তবে ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। লোক মারফতে খবর পেয়ে নিহত মাদ্রাসা ছাত্রের স্বজনরা ঘটনাস্থলে এসে মৃতদেহ শনাক্ত করে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:৩০   ২২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিজয় দিবস উদযাপনে বিশেষ কর্মসূচির প্রস্তুতি
লটারিতে স্কুলে ভর্তির সুযোগ পেল ৩ লাখের বেশি শিক্ষার্থী
জাল ভিসা দিয়ে দেড় কোটি টাকা প্রতারণা, যুবক গ্রেপ্তার
এমবাপ্পের রেকর্ড ভাঙলেন ইয়ামাল
বার্নাব্যুতে রিয়ালকে হারাল ম্যানসিটি
সরিষাবাড়ীতে চোরকে চিনে ফেলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূকে শ্বাসরোধে‌ হত্যা
জাতিসংঘ পরিবেশ সম্মেলনে প্লাস্টিক দূষণ রোধে শক্তিশালী বৈশ্বিক উদ্যোগের দাবি বাংলাদেশের
মিয়ানমারের রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা নিহত ৩১
বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী আলজেরিয়া
‘গলায় পোড়া দাগ’ ছিল একমাত্র ক্লু, যেভাবে ধরা পড়েন আয়েশা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ