বাংলাদেশের জলসীমায় অন্য দেশ আর মাছ শিকার করতে পারবে না: ফরিদা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের জলসীমায় অন্য দেশ আর মাছ শিকার করতে পারবে না: ফরিদা
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫



বাংলাদেশের জলসীমায় অন্য দেশ আর মাছ শিকার করতে পারবে না: ফরিদা

প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে মিল রেখে ১৫ এপ্রিল থেকে দেশে মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে করে বাংলাদেশের জলসীমা থেকে আর অন্য দেশের কেউ মাছ শিকার করে নিয়ে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে বিএফডিসি মৎস্য অবতরণ ও পাইকারি মৎস্য বাজার, কক্সবাজার কেন্দ্রের আধুনিকায়ন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘জেলেরা বারবার বলে আসছিলেন আগে যখন বাংলাদেশে নিষেধাজ্ঞা থাকতো তখন অন্য দেশে নিষেধাজ্ঞা না থাকায় সেই দেশের জেলেরা মাছ ধরে নিয়ে যান। এরপর মৎস্য বিভাগের বিশেষজ্ঞ টিম গবেষণার প্রেক্ষিতে নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মৎস্য অবতরণ ও পাইকারি মৎস্য বাজার, কক্সবাজার কেন্দ্রের আধুনিকায়ন প্রকল্পে ব্যয় হবে ২৩২ কোটি ৮৩ লাখ টাকা। এর মধ্য জাইকা দিচ্ছে ১৭২ কোটি ৩১ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে মৎস্যজীবীদের জন্য উন্নত কাজের পরিবেশ তৈরি হবে। কমবে অবতরণের সময়কাল।’

এ ছাড়াও মানসম্পন্ন সামুদ্রিক মাছের সরবরাহ বৃদ্ধির পাশাপাশি মাছ সংগ্রহ-পরবর্তী ক্ষতি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন, মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান এবং জাইকার প্রতিনিধি ইচিগুচি তমোহিদেসহ সংশ্লিষ্টরা।

এর আগে সকালে উপদেষ্টার সংবাদ সংগ্রহে গেলে মৎস্য উন্নয়ন করপোরেশনের কর্মকর্তাদের বাধার মুখে পড়েন সাংবাদিকরা। এ সময় ‘তালিকাভুক্ত ১০ জন’ ছাড়া আর কেউ সরকারি এ কর্মসূচি কাভার করতে পারবেন না এবং অনুষ্ঠানস্থলে গেলে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দমনের হুমকি দেন বলে জানান মৎস্য উন্নয়ন করপোরেশনের স্থানীয় কর্মকর্তা। পরে বিষয়টি নিয়ে সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:০৪   ১২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ইনসাফভিত্তিক-সুন্দর নারায়ণগঞ্জ গড়ার চেষ্টা করছি: মাওলানা মইনুদ্দিন
বড়দিন উপলক্ষে নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই: এসপি
শহীদ হাদি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন বীর : শিবির সভাপতি
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাবির ৬ ডিন
নির্বাচন বানচাল করতেই ওসমান হাদিকে হত্যা: জুনায়েদ সাকি
সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের ১০০০ রেগুলেটর ধ্বংস
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন তিন বাহিনী প্রধান
বিএনপি ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে : তারেক রহমান
ফ্যাসিবাদী শাসনামল ছিল গণমাধ্যমের জন্য কঠিন সময়: মতিউর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ