আলেম-ওলামাগণ সামাজিক শক্তির উৎস : ধর্ম উপদেষ্টা

প্রথম পাতা » চট্টগ্রাম » আলেম-ওলামাগণ সামাজিক শক্তির উৎস : ধর্ম উপদেষ্টা
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫



আলেম-ওলামাগণ সামাজিক শক্তির উৎস : ধর্ম উপদেষ্টা

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আলেম-ওলামারা হলেন সামাজিক শক্তির উৎস। মানুষ আলেম-ওলামাদের শ্রদ্ধা করে, পছন্দ করে। তাদের কথা মেনে চলে।

আজ শনিবার চট্টগ্রামের হাটহাজারী নূরানী তালীমুল কুরআন বোর্ড-চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ‘শিক্ষক কর্মশালা ও সেমিনার’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের দেশের অধিকাংশ মানুষ শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে পারে না। শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত এর শিক্ষা দেওয়া জাতিকে আল্লাহর অভিশাপ থেকে মুক্তি দেওয়ার প্রয়াস। ২৬ হাজার মাদরাসা নূরানী তালীমুল কুরআন বোর্ডের অধীনে বিশুদ্ধ কুরআন তেলাওয়াত প্রশিক্ষণে কাজ করে যাচ্ছে। ৪০ লাখ শিক্ষার্থী প্রতি দুই মাস অন্তর অন্তর প্রশিক্ষণ নিচ্ছে। নূরানী তালীমুল কুরআন বোর্ড পৃথিবীর বিভিন্ন দেশে নানাভাবে দ্বীনের আলো ছড়িয়ে দেওয়ার কাজ করছে।

হাটহাজারী নূরানী তালীমুল কুরআন বোর্ড-চট্টগ্রামের চেয়ারম্যান মাওলানা মুফতি খলিল আহমদ কাসেমী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম মশিউজ্জামান, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু কাওসার মোহাম্মদ হোসেন, বোর্ডের মহাসচিব মওলানা মুফতী জসিমউদ্দিন, বোর্ডের অর্থসচিব মওলানা ওসমান ফয়জী, বোর্ড এর সহ-সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক মওলানা মুফতী মুহাম্মদ আলী, বোর্ড এর সহ-সভাপতি মওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

পরবর্তীতে উপদেষ্টা হাটহাজারী জেলা পরিষদ অডিটরিয়াম হলে বাংলা শুদ্ধ উচ্চারণ, ভাষা-সাহিত্য ও সাংবাদিকতা শেখার প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান ‘রাজবাড়ি’ এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত লেখালেখি কর্মশালা, সংবর্ধনা, আলোচনা সভা ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা রাখেন।

বাংলাদেশ সময়: ২৩:২৬:০৯   ১০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সামাজিক সমস্যা নিরসনে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে রাঙ্গামাটিতে ইফা’র আলোচনা সভা
খাগড়াছড়িতে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সমাবেশ
রাজনীতির উর্ধ্বে গিয়ে ক্রীড়া সংগঠকদের মূল্যায়নের আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা’র
অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় একটি মাইলফলক স্থাপন করে যেতে চায় : আইন উপদেষ্টা
শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল : বুলু
বাজার ব্যবস্থাপনায় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ গুরুত্বপূর্ণ - বাণিজ্য উপদেষ্টা
রাঙ্গামাটির লংগদুতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের রাঙামাটি সদর উপজেলা কমিটি গঠন
খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি জাতির প্রাণশক্তি : মুক্তিযুদ্ধ উপদেষ্টা
সেনাপ্রধানের উদ্যোগে খাগড়াছড়ির দুর্গম অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ