কাশ্মীর হামলা: ফাওয়াদ খানের বলিউড ছবি কি আটকে যাচ্ছে?

প্রথম পাতা » ছবি গ্যালারী » কাশ্মীর হামলা: ফাওয়াদ খানের বলিউড ছবি কি আটকে যাচ্ছে?
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫



কাশ্মীর হামলা: ফাওয়াদ খানের বলিউড ছবি কি আটকে যাচ্ছে?

নতুন সিনেমা ‘আবির গুলাল’-এর মাধ্যমে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান দীর্ঘ বিরতির পর ফিরছেন বলিউডে। বাণী কাপুরের বিপরীতে দেখা যাবে এই ছবিতে। পরিচালনার দায়িত্বে রয়েছেন আরতি বাগদী। সিনেমাটি চলতি বছর ৯ মে মুক্তি পাওয়ার কথা থাকলেও, ছবিটি মুক্তির আগেই তা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

জম্মু ও কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ মানুষ, আহত হয়েছে অনেকেই। পুরো দেশ যেখানে শোকস্তব্ধ ও ক্ষুব্ধ, ঠিক তখনই একাংশ নেটিজেন প্রশ্ন তুলেছেন—এই অবস্থায় কি পাকিস্তানি অভিনেতার ছবি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া উচিত?

সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ঘুরছে বয়কট ‘আবির গুলাল’। নেটদুনিয়ায় একটি অংশ লিখেছে, “এই ছবির মুক্তি চলবে না!”, “জঙ্গি হামলার পরেও পাকিস্তানি অভিনেতাদের দিয়ে ছবি তৈরি? লজ্জার বিষয়!”, “এবার শিক্ষা নাও। বয়কট চাই আবির গুলাল।”এই দাবির সঙ্গে অনেকেই যোগ করেছেন, “পাকিস্তান যখন সন্ত্রাসে লিপ্ত, তখন তাদের শিল্পীদের ভারতে অভিনয়ের মঞ্চ দেয়াটাই ভুল।”

এ ঘটনার পর অভিনেতা ফাওয়াদ খান তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘পহেলগামে জঘন্য হামলার খবর শুনে গভীরভাবে দুঃখিত। আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা এই ভয়াবহ ঘটনার শিকারদের জন্য। এই কঠিন সময়ে তাদের পরিবারের শোক সইবার শক্তির জন্য প্রার্থনা করছি।’

তবে এর আগে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সিনেমা শাখার সভাপতি অমেয় খোপকর ঘোষণা করেছেন— “আমরা ‘আবির গুলাল’ মহারাষ্ট্রে মুক্তি পেতে দেব না। যারা পাকিস্তানি অভিনেতাদের নিয়ে কাজ করতে চায়, তাদের আমাদের মুখোমুখি হতে হবে।”

প্রসঙ্গত, এর আগে উরি হামলার পরও পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল। সেই আবহেই এবার আবার প্রশ্নের মুখে পড়েছেন ফাওয়াদ খান।

এই ছবিতে শুধুমাত্র ফাওয়াদ ও বাণীই নন, গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঋদ্ধি ডোগরাকেও। কিন্তু আপাতত যেভাবে জনমত তৈরি হচ্ছে, তাতে স্পষ্ট—‘আবির গুলাল’-এর মুক্তি কোনওভাবেই সহজ হবে না।

বাংলাদেশ সময়: ১৫:২১:৪৬   ১১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে রাশিয়া ও চীন : ট্রাম্প
জাতীয় নির্বাচনের দিন গণভোট চায় বৃহত্তর সুন্নি জোট
জুলাই সনদ সমঝোতায় ড. ইউনূসকে রেফারি চায় জামায়াতসহ ৮ দল
শিক্ষার্থীদের যেকোনো একটি বিদেশি ভাষা শেখার আহ্বান ড. সায়মা হক বিদিশার
নির্মাতা মণিরত্নমের চোখে অনন্য এক ঐশ্বরিয়া
জামালপুর-২ বিএনপির টিকিট পেলেন সুলতান মাহমুদ বাবু
বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ফর্মার্স কার্ড দেওয়া হবে: সাখাওয়াত
রংপুর নাট্য কেন্দ্রের ২৭তম বার্ষিকী উদযাপিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ