সাত খুনের রায় দ্রুত কার্যকরের দাবিতে আইনজীবী ও স্বজনদের মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাত খুনের রায় দ্রুত কার্যকরের দাবিতে আইনজীবী ও স্বজনদের মানববন্ধন
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫



সাত খুনের রায় দ্রুত কার্যকরের দাবিতে আইনজীবী ও স্বজনদের মানববন্ধন

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলা কোর্টের আইনজীবী ও নিহতদের স্বজনরা। রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জেলা আদালত প্রাঙ্গণে হত্যাকাণ্ডের ১১ বছর পার হলেও রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। তিনি বলেন, “আমরা হত্যাকাণ্ডের রায় দ্রুত কার্যকরের দাবি জানাচ্ছি। সাতটি পরিবারের গুরুত্বপূর্ণ মানুষগুলোকে তো আর ফিরে পাওয়া যাবে না। অন্তত এতটুকু স্বস্তি চাই যে, হত্যাকাণ্ডের বিচার কার্যকর হয়েছে। আমাদের একটাই দাবি—রায় দ্রুত কার্যকর করা হোক।”

মানববন্ধনে সাত খুন মামলার আইনজীবী ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “নারায়ণগঞ্জের সাত খুন একটি কলঙ্কিত অধ্যায়। সে সময় গডফাদারের রাজত্বে নারায়ণগঞ্জে আইনের শাসন ছিল না। আজও সেই ঘটনা মনে করে গা শিউরে ওঠে।”

তিনি অভিযোগ করে বলেন, “তৎকালীন এমপি শামীম ওসমান ও তার দোসর নূর হোসেন দেশের একটি প্রশিক্ষিত বাহিনী ভাড়া করে সাতজনকে অপহরণ করে। হাজার হাজার মানুষের সামনে থেকে তাদের তুলে নেওয়া হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে মরদেহগুলো ভেসে ওঠে। প্রত্যেকের বুকে বাঁধা ছিল ২৪টি করে ইট।”

অ্যাডভোকেট সাখাওয়াত আরও বলেন, “আসামিরা প্রভাবশালী। তারা আওয়ামী লীগের মদদপুষ্ট ছিল বলেই এত বছর ধরে মামলাটি ঝুলে আছে। আমরা চাই দ্রুত এই রায় কার্যকর হোক।”

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, অ্যাডভোকেট আওলাদ হোসেন, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক এইচএম আনোয়ার প্রধান, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জাকির হোসেন, এবং নিহতদের পরিবারের সদস্যরা।

বাংলাদেশ সময়: ২৩:৪২:৪০   ১৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন হান্নান মাসউদ
নারায়ণগঞ্জের ৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৫৭ প্রার্থী
বার্সেলোনার মুখোমুখি হবে মেসির ইন্টার মিয়ামি
এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে : ডা. তাহের
এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, হলেন দলের মুখপাত্র
প্রার্থীদের মাঝে এখনো আতঙ্ক কাটেনি: সাইফুল হক
আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা
পুলিশের আইনি কাজে বাধা দিলে গ্রেপ্তার করে আদালতে পাঠাতে হবে : আইজিপি
শারীরিক প্রতিবন্ধীদের সমস্যা ও সমাধান নিয়ে কর্মশালার উদ্বোধন করলেন সমাজকল্যাণ সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ