কমিউনিটি ফার্মাসি নিয়ে ভাবতে হবে: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

প্রথম পাতা » ছবি গ্যালারী » কমিউনিটি ফার্মাসি নিয়ে ভাবতে হবে: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
শুক্রবার, ২ মে ২০২৫



কমিউনিটি ফার্মাসি নিয়ে ভাবতে হবে: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসি এবং হসপিটালিটি বা ক্লিনিক্যাল ফার্মাসির বাইরেও কমিউনিটি ফার্মাসি নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

শুক্রবার (২ মে) স্বাস্থ্য সেবায় হাসপাতালে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের ভূমিকা এবং নিয়োগদানের ওপর অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ পরামর্শ দেন।

হাসপাতাল সার্ভিস খারাপ হওয়ার মূল কারণ কি তা জানিয়ে অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, আমাদের হাসপাতাল সার্ভিস খারাপ হওয়ার মূল কারণ হচ্ছে সামর্থ্যের চেয়ে রোগীর সংখ্যা বেশি। ফার্মাসি বর্তমান প্র্যাক্টিসে হাসপাতালে ডাক্তার ও নার্সদের একটা সামঞ্জস্য আছে। ফার্মাসিস্ট পৃথক বিষয়। নতুন গাইডলাইনে হাসপাতালে ফার্মাসিস্টদের পদ সৃজন করছি আমরা। তবে, ক্যারিয়ার পরিকল্পনার ক্ষেত্রে কমিউনিটি ফার্মাসিস্টকে মাথায় রাখতে হবে। এটা বললে অনেকে হয়তো বলবেন, দোকানে কীভাবে বসবে? আসলে মানি আর না মানি, আমাদের বহুলোক ওইখান থেকে সার্ভিস দিয়ে জীবন কাটিয়ে দিয়েছেন। তারাও সমাজের বড় ও বিশাল অংশের কাছে গুরুত্বপূর্ণ।

এসময় তিনি ফার্মাসির শিক্ষকদের বলেন, কারিকুলামে পরিবর্তন আনার পাশাপাশি কাজের ক্ষেত্রে মানসিকতায় পরিবর্তন আনতে হবে। ছাত্রদের উৎসাহিত করেন যাতে তারা স্বাস্থ্য সেবায় যুক্ত হতে আগ্রহী হয়। চিকিৎসকরা যেমন আগে থেকেই মানসিক প্রস্তুতি নেয়, তাকে জয়েন করে গ্রামে যেতে হবে। এখানেও এটা প্রতিষ্ঠিত করতে হবে, একটা গ্র্যাজুয়েট ফার্মাসিস্টের উপস্থিতিতেই একটা ওষুধের দোকান ফার্মেসি হয়। পাশাপাশি আমরা নতুন কিছু উদ্যোগ নিচ্ছি। এসব উদ্যোগগুলোতে স্বাগত জানাতে হবে। আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্টদের রাখার পদ তৈরি করছি। আপনারাও টিমওয়ার্কের জন্য নিজেদের প্রস্তুত করুন।

সরকারি হাসপাতালে ফার্মাসিস্ট পদ সৃষ্টি করা হয়েছে জানিয়ে সভায় ফার্মেসী কাউন্সিলের সভাপতি ও স্বাস্থ্য সেবা সচিব মো. সাইদুর রহমান বলেন, ৬০০ বেডের হাসপাতালে ৬টি পদ। তবে এগুলো ব্লক পদ। পদোন্নতির সুযোগ রাখা হয়নি। এতে করে মেধাবী ফার্মাসিস্টরা থাকবে না। সামনে এগুলো নিয়ে ভাবতে হবে।

ফার্মেসি কাউন্সিলের সহ-সভাপতি অধ্যাপক চৌধুরী মাহমুদ হাসান বলেন, ডাক্তাররা কখনো তার প্রেসক্রিপশনে কেউ নাক গলাক তা চায় না। এটা ভাঙতে হবে। আসুন, আমরা শুরু করি। সব জায়গায় পারবো না, তবে হাসপাতালগুলোতে এটা শুরু করা যায়।

ফার্মেসি কাউন্সিলের হাসপাতাল কমিটির সভাপতি নাসের শাহরিয়ার জাহেদীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন তাইওয়ানের একজন অধ্যাপক।

শুভেচ্ছা জানান ফার্মেসি কাউন্সিলের সচিব মাহবুবুল হক।

বাংলাদেশ সময়: ১৬:১৭:০০   ৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে নেতৃত্বে পরিবর্তন আনা হবে: গিয়াসউদ্দিন
প্রবীণ-ত্যাগী-প্রয়াত বিএনপি নেতাদের পরিবারের পাশে মাসুদুজ্জামান
উন্নয়ন কাজে সমন্বয়হীনতা দেখতে পাচ্ছি: ডিসি
‘নতুন কুঁড়ি’ নতুন প্রজন্মের প্রতিভার বিকাশ ঘটাবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা কারো একক দাবি নয় : প্রধান বিচারপতি
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান
অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত
সঠিক ভূমি ব্যবস্থাপনা দেশ ও জাতির জন্য অতিব গুরুত্বপূর্ণ : সিনিয়র সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ