বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ১৬ বছরে কেউ ভোট দিতে পারেনি। নির্বাচনের জন্যেই আন্দোলন সংগ্রাম ও যুদ্ধ করে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করা হয়েছে। তাই সংস্কারের নামে জাতীয় নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।
শনিবার (৩ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জ আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল বার লাইব্রেরী মিলনায়তনে সুধীজনদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
বিএনপি সংস্কারের পক্ষে উল্লেখ করে টুকু বলেন, যে সকল দল যে সব পয়েন্টে একমত হয়েছেন, সেগুলোর জন্য প্যানেল তৈরি করে সংস্কারের পর নির্বাচন করা যাবে। এর জন্য জুন মাস পর্যন্ত সময় লাগবে কেন? তাই ডিসেম্বর মধ্যেই নির্বাচন দিতে হবে।
হাসিনার পতন যুব সমাজকে জাগ্রত করেছে দাবী করে টুকু বলেন, বিএনপির ৩১ দফার মধ্যে সব সংস্কারের কথা বলা হয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, একজন দুইবারের বেশী প্রধানমন্ত্রী হতে না পারা ও অর্থনৈতিক সংস্কারসহ সব ধরনের সংস্কারের রূপরেখা রয়েছে।
বিগত সময়ে হাসিনার থেকে ওহী নাযিল হতো, আর বিচারকরা সেটাই বাস্তবায়ন করতো দাবী করে টুকু আরো বলেন, শেখ হাসিনাসহ দোসরদের বিচার সবাই চায়, আমরাও চাই। কিন্তু একটি বিচার কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অন্তত ৪-৫ বছর লেগে যায়। তাই বিচারের জন্য নির্বাচন বন্ধ রাখা চলবে না।
জেলা আইনজীবী সমিতির সভাপতি রফিক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:০৬:০৪ ১৫ বার পঠিত