সংস্কারের নামে নির্বাচন পেছানোর সুযোগ নেই : টুকু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংস্কারের নামে নির্বাচন পেছানোর সুযোগ নেই : টুকু
শনিবার, ৩ মে ২০২৫



সংস্কারের নামে নির্বাচন পেছানোর সুযোগ নেই : টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ১৬ বছরে কেউ ভোট দিতে পারেনি। নির্বাচনের জন্যেই আন্দোলন সংগ্রাম ও যুদ্ধ করে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করা হয়েছে। তাই সংস্কারের নামে জাতীয় নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।

শনিবার (৩ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জ আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল বার লাইব্রেরী মিলনায়তনে সুধীজনদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপি সংস্কারের পক্ষে উল্লেখ করে টুকু বলেন, যে সকল দল যে সব পয়েন্টে একমত হয়েছেন, সেগুলোর জন্য প্যানেল তৈরি করে সংস্কারের পর নির্বাচন করা যাবে। এর জন্য জুন মাস পর্যন্ত সময় লাগবে কেন? তাই ডিসেম্বর মধ্যেই নির্বাচন দিতে হবে।

হাসিনার পতন যুব সমাজকে জাগ্রত করেছে দাবী করে টুকু বলেন, বিএনপির ৩১ দফার মধ্যে সব সংস্কারের কথা বলা হয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, একজন দুইবারের বেশী প্রধানমন্ত্রী হতে না পারা ও অর্থনৈতিক সংস্কারসহ সব ধরনের সংস্কারের রূপরেখা রয়েছে।

বিগত সময়ে হাসিনার থেকে ওহী নাযিল হতো, আর বিচারকরা সেটাই বাস্তবায়ন করতো দাবী করে টুকু আরো বলেন, শেখ হাসিনাসহ দোসরদের বিচার সবাই চায়, আমরাও চাই। কিন্তু একটি বিচার কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অন্তত ৪-৫ বছর লেগে যায়। তাই বিচারের জন্য নির্বাচন বন্ধ রাখা চলবে না।

জেলা আইনজীবী সমিতির সভাপতি রফিক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৬:০৪   ১৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
স্থায়ীত্ব বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ: প্রধান বিচারপতি
সব দলকে সমান সুযোগ দেওয়ার দাবি জামায়াতের
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে রেখে চলছে চিকিৎসা
সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৫ ফার্মেসিকে জরিমানা
ভোট বিক্রি করা আর খাল কেটে কুমির আনা সমান কথা: তরিকুল
নির্বাচনে জনগণের ভালোবাসায় বিএনপি বিজয়ী হবে: গিয়াসউদ্দিন
ভোলায় বিনামূল্যে কোস্ট গার্ডের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় জনগণের নিরাপত্তায় পুলিশকে আরও সক্রিয় করবেন নতুন পুলিশ সুপার
বেঁচে নেই শিশু সাজিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ