
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ৫ ওষুধ ফার্মেসি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খ সার্কেল ফাইরুজ তাসনিম এ আদালত পরিচালনা করেছেন।
সূত্রে জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কিছু ব্যবসায়ী ফার্মেসি বসিয়ে দীর্ঘদিন যাবৎ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে আসছে। এ তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার দুপুরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়কালে ও তল্লাশি চালিয়ে ভূঁইয়া ফার্মেসি, আরোগ্য মেডিক্যাল হল সহ ৫ ঔষধ ফার্মেসি ব্যবসায়ীদের নগদ ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার ফাইরুজ তাসনিম বলেন, “অনিয়মে জড়িত কোনো ঔষধ বিক্রেতাকেই ছাড় দেওয়া হবে না। এ ধারা অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২৩:৪৪:২১ ৭০ বার পঠিত