আজকের রাশিফল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের রাশিফল
রবিবার, ৪ মে ২০২৫



আজকের রাশিফল

মেষ: ফেরি ব্যবসায়ীদের জন্য খুব খারাপ সময় আসছে। ব্যবসায় মালিকের সঙ্গে বিরোধ বাধতে পারে। আটকে থাকা প্রেমের সম্পর্ক উদ্ধার হতে পারে। সন্তানের ব্যবহারে মনঃকষ্ট বাড়বে। অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পাবে।

বৃষ: বিমা জাতীয় কাজে যুক্ত হতে পারলে উন্নতির সম্ভাবনা আছে। হজমের সমস্যায় ভোগান্তি হতে পারে। ব্যবসায় অমনোযোগে ক্ষতির আশঙ্কা আছে। চাকরির জন্য বিদেশযাত্রা হতে পারে। অতিরিক্ত চিন্তায় শারীরিক ক্ষতি হতে পারে।

মিথুন: স্ত্রীর সঙ্গে কোনো কারণে বিবাদ বাধতে পারে। সংগীতচর্চায় অগ্রগতির সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জটিলতা কাটিয়ে ওঠা মুশকিল। ভ্রমণে গিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি বাধতে পারে। খেলাধুলায় সম্মান বৃদ্ধি পেতে পারে।

কর্কট: প্রতিকূল অবস্থা থাকা সত্ত্বেও ব্যবসায় লাভ দেখা যাবে। নিজের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। পুরনো প্রেম তুচ্ছ কারণে ভেস্তে যেতে পারে। অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে।

সিংহ: আপনার ব্যবহার একটু খারাপ হতে পারে। আজ ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে চিন্তাও থাকবে। জীবনের মূল্যবান কোনো সিদ্ধান্ত আজ নিতে হতে পারে। সংসারে সুখশান্তি বজায় থাকবে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি হতে পারে।

কন্যা: কথা দিয়ে কোনো কথা রাখতে পারবেন না। ধর্মের কাজে সমাজে সম্মান প্রাপ্তি হতে পারে। উপার্জনের নতুন পথ পাওয়ায় মনে শান্তি আসতে পারে। সন্তানের জন্য মুখ উজ্জ্বল হতে পারে। পরিশ্রমের ফল না পাওয়ায় মনস্তাপ বৃদ্ধি পাবে।

তুলা: অপরের কোনো ভালো কাজে আজ আপনার হিংসা হতে পারে। আজ চাকরির কোনো বিষয়ে পরিবর্তন লক্ষ করতে পারবেন। নিজের আচরণ সংযত করে ব্যবসা চালাবেন। সঠিক কোনো বিচার আপনাকে অনেক দূর নিয়ে যাবে।

বৃশ্চিক: পেটের কোনো সমস্যার জন্য আজ আপনার খাবারে অনীহা থাকবে। আজ সমাজসেবায় কিছু দান করতে ইচ্ছে করবে। সহকর্মীরা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। আজ আপনার উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি পেতে পারে। তৃতীয় কারও জন্য সংসারে অশান্তি হতে পারে।

ধনু: অতিরিক্ত লোভের কারণে আজ খুব বড় বিপদ আসতে পারে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আজ কর্মে আলস্য থাকায় সংসারে অশান্তি হতে পারে।

মকর: আজ সকাল থেকে সব কাজে বাধা আসতে পারে। কর্মস্থানে আপনি কোনো সহকর্মীর হিংসার জন্য বিপদে পড়তে পারেন। বিদ্যার্থীদের জন্য খুব ভালো সময় নয়। বিলাসিতার জন্য অর্থ খরচ হতে পারে। ভালো কাজ করে তৃপ্তিলাভ হতে পারে।

কুম্ভ: গভীর কোনো চিন্তার কাজ হাতে আসতে পারে। পরের উপকার করে সম্মান প্রাপ্তি হতে পারে। কর্মস্থলে চুপ করে থেকে নিজের কাজ উদ্ধার করাই শ্রেয়। মায়ের কাছ থেকে সম্পত্তির প্রাপ্তিযোগ হতে পারে।

মীন: স্বামী-স্ত্রীর মধ্যে কলহ মিটতে পারে। ব্যবসায় বেশি মূলধন বিনিয়োগ না করাই শ্রেয়। কর্মে ক্ষতি হতে পারে। সম্পত্তি ক্রয় নিয়ে সচেতন থাকবেন। উপার্জন বাড়ানো নিয়ে গুরুজনের সঙ্গে মতবিরোধ হতে পারে।

বাংলাদেশ সময়: ১২:০৮:৪৪   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে কানামাছি খেলছে : রিজভী
পুরান ঢাকা ও ফতুল্লায় রাজউকের অভিযান, জেল-জরিমানা
চালু হলো আগুনে পুড়ে যাওয়া নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস
দ্রুত সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় ১২ দলীয় জোট
বিএনপি আমলে সাংবাদিকের ওপর নির্যাতন কম হতো : মির্জা ফখরুল
গণমাধ্যমের ওপর সরকারি হস্তক্ষেপ অনেক কমে গেছে : নাহিদ ইসলাম
সুবিধা নেওয়া উৎসুকরাই গণমাধ্যম সংস্কারের বিরোধিতা করছেন
মেসি-সুয়ারেজের নৈপুণ্যে বড় জয় পেল মায়ামি
উড়ছেন রাফিনিয়া, শিরোপার পথে আরও একধাপ এগিয়ে বার্সা
আজকের রাশিফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ