
চলতি মৌসুমে দারুণ ছন্দে রাফিনিয়া। বার্সেলোনার প্রতিটি জয়ে-ই রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। শনিবার (৩ মে) রাতেও বদলি নেমে পিছিয়ে থাকা বার্সাকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান উইঙ্গার। এরপর ফের্মিন লোপেজের গোলে জয় নিশ্চিত করে কাতালানরা।
লা লিগায় ভায়াদলিদের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে বার্সা। তাতে নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান গিয়ে দাঁড়াল ৭।
ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচ থেকে ৯ পরিবর্তন এনে ভায়াদলিদের বিপক্ষে শুরুর একাদশ সাজিয়েছিলেন কোচ হ্যান্সি ফ্লিক। তাতে অবশ্য খুব একটা সমস্যা হয়নি। শুরু থেকেই আধিপত্য করে খেলে ফ্লিকের শিষ্যরা। যদিও প্রথমার্ধে তারা সফল হতে পারেনি। ৮২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৫টি শট নেয় বার্সা। যার কেবল তিনটি ছিল লক্ষ্যে। অন্যদিকে ভাইয়াদলিদের দুটি শটই ছিল লক্ষ্যে। স্বাগতিকরা ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায়। সানচেসের শট রোনাল্ড আরাউহোর পায়ে লেগে অদ্ভূত বাউন্সে হয়ে উঠল ভয়ঙ্কর। কিছুই করার ছিল না চোট কাটিয়ে ২২২ দিন পর মাঠে ফেরা বার্সেলোনা অধিনায়ক ও গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের। বর জড়ায় জালে।
এরপর একের পর এক চেষ্টা করেও সমতায় ফিরতে পারছিল না কাতালানরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে রাফিনিয়া, ফ্রেংকি ডি ইয়ংকে মাঠে নামাতেই বাড়ে সফরকারীদের আক্রমণের ধার। ৫১তম মিনিটে রাফিনিয়ার দারুণ ফ্রি কিক কর্নারের বিনিময়ে রক্ষা করেন ভাইয়াদলিদ গোলরক্ষক। ৫৪তম মিনিটে অবশ্য ব্রাজিলিয়ান তারকাকে আর থামানো যায়নি। ইয়ামালের ক্রসে একটুর জন্য হেড করতে পারেননি আরাউহো। এগিয়ে এসে ফিস্ট করে ক্লিয়ার করার চেষ্টা করেন ফেরেইরা। বল পেয়ে যান রাফিনিয়া। বুক দিয়ে বল নামিয়ে ঠাণ্ডা মাথার শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সমতায় ফেরে বার্সা।
লা লিগার চলতি মৌসুমে এটি রাফিনিয়ার ১৬তম গোল। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ৯টি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২ ম্যাচে তার গোল অবদান ৫৬।
এদিকে ছয় মিনিট পরই বার্সাকে লিডে ফেরান লোপেজ। মার্তিনের ক্রসে ডি বক্সের ঠিক ভেতর থেকে দূরের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন এই তরুণ। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি ভাইয়াদলিদ গোলরক্ষক। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় তুলে নেয় কাতালানরা।
৩৪ ম্যাচে ২৫ জয় ও চার ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সা। এক ম্যাচ কম খেলে ৭২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ।
বাংলাদেশ সময়: ১২:১২:১৪ ৬ বার পঠিত