
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উপদেষ্টাদের সম্মানে মতবিনিময় সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উত্তর শাখা। রোববার (৪ এপ্রিল) বেলা ২টায় থানা কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উত্তর শাখার সভাপতি মুহাম্মাদ ইসমাইল হোসেন এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি সাইয়্যেদ রিদওয়ান আহমাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতী মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন মহানগর সেক্রেটারি সুলতান মাহমুদ।
মুফতী মাসুম বিল্লাহ বলেন, “আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্স নিশ্চিত করতে পীর সাহেব চরমোনাই সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, “ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে। অথচ কথিত নারীবাদীরা সমানাধিকারের নামে নারীদের রাস্তায় নামিয়ে যৌনকর্মী বানানোর ষড়যন্ত্র করছে। ইসলাম নারীদের পর্দার মধ্যে রেখে সর্বোচ্চ সম্মানের স্থানে অধিষ্ঠিত করেছে। নারীরা পর্দা মেনে চলেও রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখতে পারে।”
অনুষ্ঠানে উপস্থিত উপদেষ্টাদের মধ্যে ছিলেন, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা শামসুজ্জামান, ডা. আল-জাকারিয়া জাকির, মাওলানা রেদওয়ান আনসারী, হাবিবুর রহমান, আব্দুর রহমান, নজরুল ইসলাম, সোলাইমান মুন্সি, আলী হোসেন হাজী, সাইফুল ইসলাম, ফারুক খান, মাহবুবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন থানা উত্তর শাখার জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর আলম, এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইরান হোসেন, দফতর সম্পাদক মাওলানা জাকির হোসেন, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আবু বকর, ছাত্র ও যুব সম্পাদক মাহমুদুল হাসান আপেল, সহ-সাংগঠনিক সম্পাদক আলম শেখসহ আরও অনেকে।
বাংলাদেশ সময়: ২৩:২০:২৬ ২৩ বার পঠিত