ঝালকাঠি বিআরটিএ অফিসে দুদকের অভিযান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঝালকাঠি বিআরটিএ অফিসে দুদকের অভিযান
বুধবার, ৭ মে ২০২৫



ঝালকাঠি বিআরটিএ অফিসে দুদকের অভিযান

ঝালকাঠি বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় অবস্থিত বিআরটিএ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় এখানকার দালাল চক্র।

ঘণ্টাব্যাপী অভিযানে দুদক কর্মকর্তারা বিভিন্ন নথিপত্র তল্লাশি করেন। তারা আবেদনকারীদের প্রস্তুতকৃত ড্রাইভিং লাইসেন্স ঘুষ ছাড়াই তিন দিনের মধ্যে সরবরাহের নির্দেশ দেন। অন্যথায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা। এ সময় স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশও দেয়া হয়।

অভিযানকালে বিআরটিএ ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক এসএম মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন না। তিনি জানান, পিরোজপুরের দায়িত্বে থাকায় সেখানে ছিলেন।

অভিযান পরিচালনা করেন দুদক পিরোজপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন।

তিনি বলেন, ‘অভিযানে কিছু অসংগতি পাওয়া গেছে। এসব তিন দিনের মধ্যে সমাধানের নির্দেশ দেয়া হয়েছে। ড্রাইভিং লাইসেন্স সরবরাহে সময়ক্ষেপণ এবং ঘুষ গ্রহণের অভিযোগ ছিল। প্রস্তুতকৃত লাইসেন্স যথাসময়ে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৬:৫৮:১০   ১৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম্য: রোগী ও স্বজনদের ভোগান্তি
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি ও সহযোগিতা অপরিহার্য: পরিবেশ উপদেষ্টা
ধামরাইয়ে ৩১ লাখ টাকার হেরোইন সহ ৩ মাদক কারবারি আটক
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
পিআর পদ্ধতি জনমনে বিভ্রান্তি তৈরি করবে : রুহুল কবির রিজভী
কাতার ও ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাল বাংলাদেশ
“নাগরিক অধিকার সুরক্ষায় চাই অভিন্ন পারিবারিক আইন”
ফ্যানে ঝুলছিলেন যুবক, খাটে স্ত্রী-সন্তানের লাশ
ওমানকে হারিয়ে প্রথম জয় আমিরাতের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ