সোমবার, ১২ মে ২০২৫

হিলি স্থলবন্দরে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » হিলি স্থলবন্দরে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
সোমবার, ১২ মে ২০২৫



হিলি স্থলবন্দরে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

দিনাজপুরের হিলি স্থলবন্দরের কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি আর হয়রানির নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে বন্দরের সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা।

সোমবার (১২ মে) দুপুর ১২টায় বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ফেরদৌস রহমান অভিযোগ করেন, এইচ এস কোডের ফাঁদে ফলে কাস্টমস কর্তৃপক্ষ আমদানিকৃত পণ্যের অতিরিক্ত শুল্ক আদায়সহ হয়রানি করছে। পর্যাপ্ত অবকাঠামো উন্নয়ন না হওয়ায় পণ্য আমদানি করে পণ্য ওঠা-নামা ও রক্ষণাবেক্ষণে অতিরিক্ত বন্দর মাসুল গুণতে হচ্ছে।

এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয় সংবাদ সম্মেলন থেকে।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন মন্ডল, সহসভাপতি মুশফিকুর রহমান চৌধুরীসহ অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২৮:০৪   ১০ বার পঠিত