জামালপুরে বিএনপি নেতাকর্মীদের পিটিয়ে আহত করল আওয়ামী লীগ সমর্থকরা, আহত -৬

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে বিএনপি নেতাকর্মীদের পিটিয়ে আহত করল আওয়ামী লীগ সমর্থকরা, আহত -৬
মঙ্গলবার, ১৩ মে ২০২৫



জামালপুরে বিএনপি নেতাকর্মীদের পিটিয়ে আহত করল আওয়ামী লীগ সমর্থকরা, আহত -৬

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ যুবদল কর্মীদের পিটিয়ে আহত করেছে আওয়ামী লীগ সমর্থকরা।

এঘটনা সোমবার রাত সাড়ে ১১টায় ভাটারা ইউনিয়নের পারাপার গ্রামের তেঁতুলতলা এলাকায় ঘটেছে। এতে আহত হয়েছে ৬জন।

আহতরা হলেন- ভাটারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান নাহিদ (২৫), ৩নং ওয়ার্ড যুবদল নেতা আলমগীর হোসেন (৪০) সোহেল রানা (৩৫), কবির হোসেন (৩০), গোলাম রব্বানী(৪০) সহ ছাত্রদল কর্মী জুয়েল রানা (২২)। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে এবং বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী চলে গেছে।তারা সকলেই চর হরিপুর ও কালাইছাড়া গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার(১৩ মে) সকালে আহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর ভাটারা পারপাড়া মোড় এলাকায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সাংগঠনিক ও এলাকায় মাদক ও মাদক কারবারিদের তাণ্ডব বেড়ে যাওয়ায় মাদক বিরোধী প্রতিকার ও প্রতিরোধ বিষয়ক আলোচনা শেষ করে বাড়ী ফিরছিলেন। তারা যখন পারপাড়া গ্রামের তেঁতুলতলা এলাকায় পৌচ্ছায় তখন অতর্কিতভাবে তাদের উপর আওয়ামী লীগ নেতা ও তিন খুনের আসামি সুলতান মাহমুদ এর নেতৃত্বে সঙ্গবদ্ধ আওয়ামী লীগ সমর্থকরা হামলা করে। এ সময় বাঁশের লাঠি, লোহার রড ও জিআই পাইপ দিয়ে তাদেরকে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করে দুইটি মোটরসাইকেল ও দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। পরে আহতদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়।

আহত ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান নাহিদ জানান, গত ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ও সমর্থকরা চরম বেকায়দায় পড়ায় তারা নিজেদের বাঁচাতে ইউনিয়ন বিএনপির একাংশের সাথে গোপনে একত্বতা করে। এরপর ওই একাংশ নিজেদের দলীয় কোন্দলে ও আধিপত্য বিস্তারে তাদেরকে ব্যবহার করে। এছাড়াও ভাটারা ইউনিয়নে বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে শাসন করা হচ্ছে বিএনপি নেতা কর্মীদের বলে তিনি হতাশায় দুঃখ প্রকাশ করেন।

এ ব্যাপারে ভাটারা ইউনিয়ন যুবদলের সভাপতি আনিসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত নই। বিষয়টি আমি আগে জানি, তারপর সাংগঠনিকভাবে ব্যবস্থা নিব।

ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির খান বলেন, আমি যতটুকু শুনেছি, এটি কোন রাজনৈতিক বিষয় না। এটি তাদের পারিবারিক ও সামাজিক বিষয়। বেশ কিছুদিন ধরে তারা মাটি বাণিজ্যকে কেন্দ্র করে বিরোধ করে আসছে। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখব দলীয় কিনা। আর আওয়ামী লীগের মত একটি ফ্যাসিস্ট দলের সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদ হাসান বলেন, এবিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:১৭:০৪   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


লন্ডন সম্মেলনে ইউক্রেনকে আরো ক্ষেপণাস্ত্রের দেয়ার আহ্বান জানাবে যুক্তরাজ্য
রাতে বাসর, সকালে আখক্ষেতে মিলল বরের মরদেহ
এল ক্লাসিকোর প্রস্তুতি নিচ্ছে বার্সা-রিয়াল, যা জানা দরকার
হামাস যুদ্ধবিরতি মেনে চলছে, কিন্তু ইসরাইল লঙ্ঘন করেই যাচ্ছে: এরদোয়ান
যুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি : ডব্লিওএইচও
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বিজিবির অভিযানে কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
মাগুরায় জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শনে প্রেস সচিব শফিকুল আলম
ভোটকেন্দ্রে প্রথম প্রতিরক্ষা স্তরে থাকবেন ৬ লাখ আনসার সদস্য
আসিয়ান সম্মেলন ঘিরে বিশ্ব কূটনীতির কেন্দ্রে মালয়েশিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ