নতুন মোড়কে পুরোনো জিনিস চালানোর একটি গোপন আত্মবিশ্বাস বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকে। এটি পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে কার সাথে ঐক্য আছে সেটি দেখব না। পরিবেশ রক্ষায় বড় রাজনৈতিক দল ও ক্ষমতায় যারা বসবে তাদের জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘পরিবেশবান্ধব নগর গঠনে রাজনৈতিক দলগুলোর ভাবনা’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
সাকি বলেন, ‘বাংলাদেশে আইন প্রণয়ন করা হলেও তা কার্যকরের অভাবে অনেক সময় ফলপ্রসূ হয় না। আগামী দিনে এই চিত্র বদলানোর বড় চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলোর সামনে রয়েছে। নতুন প্রজন্ম এখন কথা ও কাজের মিল দেখতে চায়।’
সাকি আরও বলেন, ‘বিশ্বকে প্রাণ-প্রকৃতির উপযোগী করে গড়ে তুলতে হবে। জনগণ যদি পরিবেশ নিয়ে সচেতন না হয়, তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যেও সচেতনতা আসবে না। মানুষ সচেতন হলে তবেই দলগুলোর নির্বাচনি ইশতেহারে পরিবেশের গুরুত্ব প্রতিফলিত হবে।’
নদীর পলিপ্রবাহ প্রসঙ্গে তিনি বলেন, ‘নদীবাহিত পলির মাধ্যমে এ বদ্বীপ গড়ে উঠেছে। কিন্তু উজানে বাঁধ দেওয়ার ফলে পলিপ্রবাহ ব্যাহত হচ্ছে, যা আমাদের ভূপ্রকৃতিকে হুমকির মুখে ফেলছে।’
বাংলাদেশ সময়: ১৬:৩৪:০১ ১৩ বার পঠিত