চা শ্রমিকদের অসন্তোষ দূরীকরণে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করবে সরকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » চা শ্রমিকদের অসন্তোষ দূরীকরণে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করবে সরকার
শনিবার, ১৭ মে ২০২৫



চা শ্রমিকদের অসন্তোষ দূরীকরণে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করবে সরকার

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, চা শিল্পের উন্নয়ন, শ্রমিকদের দাবি-দাওয়া পূরণ ও অসন্তোষ দূরীকরণে একটি একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, কমিটিতে শ্রম ও কর্মসংস্থান, অর্থ, বাণিজ্য, শিল্প, কৃষি ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া, চা খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় শ্রমিক, মালিক ও সরকারি প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হবে।

উপদেষ্টা শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালিশিরা ভ্যালি ক্লাবে জেলার বিভিন্ন চা বাগান কর্তৃপক্ষ, সিইও ও ব্যবস্থাপকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপদেষ্টা বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ও মৌলিক চাহিদা পূরণে কাজ করছে সরকার। এছাড়া, শ্রীমঙ্গলে চা শ্রমিকদের জন্য একটি হাসপাতাল নির্মাণের সম্ভাবনা নিয়েও আলোচনা করা হবে।

তিনি আরো বলেন, চা শিল্প বাংলাদেশের ঐতিহ্যবাহী রপ্তানিখাত। এই শিল্পকে ধ্বংস হতে দেওয়া যাবে না।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে সভায় কাপনা টি কোম্পানি লিমিটেড-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কামরান তানভিরুর রহমান বক্তৃতা করেন।

পরে, চা বাগানের ব্যবস্থাপকগণ চা শিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

সভায় শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, চায়ের নিলাম মূল্য উৎপাদন খরচের চেয়ে কম হওয়ায়, শ্রমিকরা সময়মত মজুরি পাচ্ছে না। তাদের মজুরি ও রেশন ব্যবস্থা উন্নয়নে আলোচনা চলছে।

চা বোর্ডের চেয়ারম্যান বলেন, চায়ের নিলাম মূল্য বাড়াতে পারলে, এ শিল্পের সংকট কাটিয়ে ওঠা সম্ভব।

এ সময় মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৩:৫৯   ১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাদক মামলায় বন্দরের যুবককে ১০ বছরের কারাদণ্ড
ধর্মীয়-নৈতিক শিক্ষার অভাবেই শিক্ষিত মানুষের মধ্যে দুর্নীতি বাড়ছে : গিয়াসউদ্দিন
সরকার অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণা করবে, প্রত্যাশা তারেক রহমানের
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিদর্শন করলেন সচিব
নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকারকে ঘেরাও হবে জাতির জন্য দুভার্গ্য : সালাহউদ্দিন
‘নাগরিক সেবা বাংলাদেশ’ এর জন্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ শুরু
হারল আবাহনী, ২২ বছর পর লিগ চ্যাম্পিয়ন মোহামেডান
কোস্ট গার্ড বেইস মোংলায় নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থানের অডিও-ভিজ্যুয়াল দলিল সংগ্রহে ও সংরক্ষণে কাজ করবে ফিল্ম আর্কাইভ: তথ্য সচিব
কোথায় কীভাবে পুশইন হচ্ছে, জানালেন বিজিবি মহাপরিচালক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ