গাজা থেকে ফিলিস্তিনিদের লিবিয়ায় সরিয়ে নেয়ার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের সরকার কাজ করছে, সংবাদমাধ্যমে প্রকাশিত এমন একটি প্রতিবেদন সত্য নয় বলে জানিয়েছে লিবিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাস।
রোবববার (১৮ মে) প্রতিবেদনটি অস্বীকার করে তারা।
বৃহস্পতিবার, এনবিসি নিউজে জানানো হয়, ট্রাম্প প্রশাসন গাজা উপত্যকা থেকে প্রায় দশ লক্ষ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় সরিয়ে নেয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে।
এনবিসি নিউজ এই বিষয়ে অবগত পাঁচজনের কথা উল্লেখ করেছে। যার মধ্যে প্রত্যক্ষ দুইজন এবং একজন সাবেক মার্কিন কর্মকর্তাও রয়েছেন।
সামাজিকমাধ্যম এক্স প্ল্যাটফর্মে মার্কিন দূতাবাস জানিয়েছে, ‘গাজার অধিবাসীদের লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনার অভিযোগের প্রতিবেদনটি অসত্য।’
তবে ত্রিপোলি-ভিত্তিক আন্তঃরাষ্ট্রীয়ভাবে স্বীকৃত জাতীয় ঐক্যের সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
কয়েক মাস আগে ট্রাম্প বলেছিলেন, ‘তিনি চান মার্কিন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করুক এবং এর ফিলিস্তিনি জনগোষ্ঠীকে অন্যত্র সরিয়ে নেয়া হোক।’
ট্রাম্পের এই পরিকল্পনার বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে এবং ফিলিস্তিনিরা গাজা ছেড়ে যাওয়ার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন।
প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর ট্রাম্প যখন প্রথম তার ধারণাটি তুলে ধরেন, তখন তিনি বলেছিলেন, তিনি চান মার্কিন মিত্র মিশর এবং জর্ডান গাজার লোকদের গ্রহণ করুক।
কিন্তু উভয় রাষ্ট্রই এই ধারণা প্রত্যাখ্যান করে। এছাড়া আরব দেশ এবং জাতিসংঘ একে ‘জাতিগত নির্মূল’ বলে অভিহিত করে।
এদিকে, চলতি সপ্তাহে কাতার সফরের সময়, ট্রাম্প এই অঞ্চলটি দখল করার তার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন। বলেন তিনি এটিকে একটি ‘স্বাধীনতা অঞ্চল’ হিসেবে দেখতে চান।
সূত্র: রয়টার্স
বাংলাদেশ সময়: ১৩:১৩:৫৮ ১০ বার পঠিত