রাজনীতি ত্যাগের জন্য, পকেট ভরার জন্য নয়: এ্যানি

প্রথম পাতা » চট্টগ্রাম » রাজনীতি ত্যাগের জন্য, পকেট ভরার জন্য নয়: এ্যানি
রবিবার, ২৪ আগস্ট ২০২৫



রাজনীতি ত্যাগের জন্য, পকেট ভরার জন্য নয়: এ্যানি

বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনীতি কখনোই পকেট ভারী করার জন্য নয়, রাজনীতি করতে হলে ত্যাগ স্বীকার করতে হয়।

তিনি বলেন, ‘আমরা রাজনীতি করি মানুষের জন্য, সম্মানের জন্য। যারা ব্যক্তিস্বার্থে পকেট ভারী করার জন্য রাজনীতি করতে চান, তাদের বিএনপিতে জায়গা নেই। এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে।’

আজ রোববার দুপুরে কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান দেশে ফিরবেন। কিছু মামলা জটিলতা থাকলেও বড় কোনো বাধা হবে না উল্লেখ করে, এ্যানি আশা প্রকাশ করে বলেন, ‘আগামী অক্টোবর-নভেম্বরের মধ্যে তারেক রহমান দেশে এসে নেতা-কর্মীদের সঙ্গে মিলিত হবেন। দেশে ফেরার আগে তিনি দুর্নীতি দমন ও মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে পরিকল্পনা নিয়ে কাজ করছেন।’

তিনি বলেন, ‘গত ১৭ বছরে শেখ হাসিনার নেতৃত্বে দেশে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, গুম-খুন ও নির্যাতন বেড়েছে। হাসিনা যে কাজগুলো করছেন, বিএনপি কোনোদিনই তা করতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গড়তে হবে। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ, এটা আমাদের অঙ্গীকার ও প্রত্যয়। আগামী নির্বাচনের পর জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি দেশ পরিচালনার পরিকল্পনা করছে।’

ফ্যাসিস্ট হাসিনার শাসনব্যবস্থা ভুলে গেলে চলবে না, উল্লেখ করে তিনি বলেন, আগের কোনো ব্যর্থ রাজনীতি চলবে না, নতুন ধারা গড়ে তোলা হবে।

সম্মেলনে বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশ্রাফ উদ্দিন নিজান, জেলা বিএনপি’র সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব, উপজেলা বিএনপি সভাপতি আবদুল কাদের ও সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরীসহ অনেকেই বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৭:১২:১২   ২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ওয়াকফ সম্পত্তি সংরক্ষণ ও উন্নয়ন কার্যক্রমে সরকার কাজ করছে - ধর্ম উপদেষ্টা
রাজনীতি ত্যাগের জন্য, পকেট ভরার জন্য নয়: এ্যানি
পিআরের উদ্দেশ্য হলো ‘যদি কিছু পায়’: বিএনপি নেতা সালাহউদ্দিন
খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক উদ্বোধন করলেন সুপ্রদীপ চাকমা
দেশপ্রেম ও মানবকল্যাণে উৎসাহিত হওয়ার আহ্বান উপদেষ্টা সুপ্রদীপ চাকমার
বৃহত্তর স্বার্থ চিন্তা করতে হলে মতপার্থক্য দূর করতে হবে: এ্যানি
সম্পর্ক উন্নয়নে দু’দেশের যৌথ উদ্যোগ প্রয়োজন : পাক বাণিজ্যমন্ত্রী
পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়ে কালো টাকা ছড়ানোর পথ বন্ধ করতে হবে
চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫
চট্টগ্রামে কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কায় নিহত ৫

News 2 Narayanganj News Archive

আর্কাইভ