যেখানে ঐকমত্য আসছে না সেগুলোর ব্যাপারেও অগ্রসর হতে পারব: আলী রীয়াজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » যেখানে ঐকমত্য আসছে না সেগুলোর ব্যাপারেও অগ্রসর হতে পারব: আলী রীয়াজ
রবিবার, ১৮ মে ২০২৫



যেখানে ঐকমত্য আসছে না সেগুলোর ব্যাপারেও অগ্রসর হতে পারব: আলী রীয়াজ

রাজনৈতিক দলগুলোর যেসব জায়গায় ঐকমত্য তৈরি হচ্ছে না, সেগুলোর ব্যাপারেও অগ্রসর হতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী-রীয়াজ।

রোববার (১৮ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচানার শুরুর আগমুহূর্তে তিনি এই কথা জানান।

আলী রীয়াজ বলেন, ‘অনেক বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, হচ্ছে এবং অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে। আবার কোনো কোনো বিষয়ে দ্বিমত রয়ে গেছে। ক্ষেত্রবিশেষে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নীতিনির্ধারক পর্যায়ে কিছু কিছু বিষয়ে পুনর্বিবেচনা করতে বলা হয়েছে এবং যেগুলো পুনরায় আলোচনার সুযোগ রয়েছে।’

‘যে কোনো ধরনের রাজনৈতিক আলোচনায় যারা প্রতিনিধিত্ব করেন, বিভিন্নভাবে তাদের নীতিনির্ধারকদের কাছে ফিরে যেতে হয়। কারণ, আলোচনার টেবিলে অনেক কিছুই উপস্থিত হয় যা পুনর্বিবেচনা দাবি করে। সেটিই আমরা অব্যাহত রাখছি,’ যোগ করেন তিনি।

কমিশনের সহ-সভাপতি বলেন, ‘আমরা একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই। সে জায়গায় আমরা প্রাথমিক পর্যায়ের আলোচনাগুলো আগামী দু-একদিনের মধ্যে শেষ করতে পারলে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করব। যেসমস্ত জায়গায় মতভিন্নতা, ভিন্নমত রয়েছে বা ঐকমত্য তৈরি হচ্ছে না, সেগুলোর ব্যাপারেও আমরা অগ্রসর হতে পারব।’

এটা কেবল একমাত্র জাতীয় ঐকমত্য কমিশনের দায়িত্ব নয় উল্লেখ করে তিনি বলেন, ‘জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করার দায়িত্ব আসলে রাজনৈতিক দলগুলোর, সিভিল সোসাইটির এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোর। আমি বিশ্বাস করি সবার প্রচেষ্টায় এটি নিঃসন্দেহে সফল হবে।’

বাংলাদেশ সময়: ১৩:০৯:০৪   ৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভোলাগঞ্জে পাথর লুট তদন্তে ৩ সদস্যের কমিটি, অনুসন্ধানে দুদক
ফতুল্লায় অভিযান: ১৭ টন পলিথিন জব্দ, তিন প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা
তারেক রহমান লন্ডন থেকে প্রান্তিক অসহায় পরিবারের খোঁজ রাখেন : রিজভী
শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
‘জুলাই যোদ্ধা’র স্ত্রীকে আর্থিক সহযোগিতা দিলেন ডিসি
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও বিসিটিআই পরিদর্শনে তথ্য উপদেষ্টা
গলায় চানাচুর আটকে সরিষাবাড়ীতে শিশুর মৃত্যু
জামালপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ
উন্নয়নশীল দেশে উত্তরণে পুরোপুরি প্রস্তুত নয় বাংলাদেশ : প্রাণিসম্পদ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ