টানটান উত্তেজনায় ভরপুর ‘তাণ্ডব’র টিজার, কী বার্তা দিলেন শাকিব খান?

প্রথম পাতা » ছবি গ্যালারী » টানটান উত্তেজনায় ভরপুর ‘তাণ্ডব’র টিজার, কী বার্তা দিলেন শাকিব খান?
রবিবার, ১৮ মে ২০২৫



টানটান উত্তেজনায় ভরপুর ‘তাণ্ডব’র টিজার, কী বার্তা দিলেন শাকিব খান?

সিনেমাপ্রেমীরা অপেক্ষার প্রহর গুনছিলেন শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’র নতুন লুক দেখার। আজ রোববার (১৮ মে) প্রকাশ করা হয়েছে সিনেমাটির টিজার।

নির্মাতা রায়হান রাফি তার ফেসবুকে টিজারটি প্রকাশ করার পর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। এদিকে সবার প্রিয় নায়ক শাকিব খানও একটি বার্তা দিয়ে প্রকাশ করেছেন এটি।

ক্যাপশনে শাকিব খান লিখেছেন, “সিনেমার ভূমিকম্প শুরু হতে চলেছে! বিশৃঙ্খলার নতুন রূপের মুখোমুখি হন! এখানে রয়েছে বহু প্রতীক্ষিত ‘তাণ্ডব’-এর পূর্বাভাস!”

তিনি আরও লিখেছেন, ‘এই ঈদুল আযহায় সবাইকে নিজ এলাকার প্রেক্ষাগৃহে অবস্থান নিতে বলা হয়েছে। তাণ্ডব আসছে..’

টিজারে দেখা যায়, মুখোশ পরা একদল মানুষ একটি ভবনে প্রবেশ করে সবাইকে জিম্মি করে। ধারণা করা যাচ্ছে সেটি একটি টেলিভিশন চ্যানেল।

যেখানে প্রবেশ করে তারা সবাইকে জিম্মি করে ফেলে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইও দেখা যায় সেই মুখোশধারী গ্যাংয়ের। ব্যাকগ্রাউন্ডে একটি কণ্ঠে দেশবাসীর প্রতি এক বার্তা ভেসে আসে, যেখানে বলা হয় ‘তাণ্ডব আসছে’। সেই সঙ্গে সবাইকে ঘরে অবস্থান করার অনুরোধ করা হয়।

একপর্যায়ে মুখোশ পরা গ্যাংয়ের প্রধান শাকিব খান তার মুখোশ খুলে ফেলেন। টিজারের এক ঝলকে জয়া আহসানকেও দেখানো হয়।

টানটান উত্তেজনার টিজারটি প্রকাশের পর থেকেই ঝড় তুলে ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। টিজার দেখে শাকিব ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো। যেন আর তর সইছে না তাণ্ডব পর্দায় দেখার।

প্রসঙ্গত, একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ প্রযোজিত রায়হান রাফির এ গল্পে যৌথভাবে চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে ও আদনান আদিব খান। সিনেমায় বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান। ৪০ সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেতা শরিফুল রাজকে।

বাংলাদেশ সময়: ১৩:৪৫:১৪   ৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাজনীতি ত্যাগের জন্য, পকেট ভরার জন্য নয়: এ্যানি
নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের আহ্বান রিজভীর
পিএসসি’র নতুন তিন সদস্যকে শপথ গ্রহণ
গাজীপুরের ভোগড়া থেকে পূর্বাচল পর্যন্ত ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ে উদ্বোধন
বিশ্বব্যাপী শক্তিশালী মুসলিম ঐক্য চায় জামায়াত
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যেসব চুক্তি-সমঝোতা স্মারক সই হলো
তিন সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৩১
একাত্তরের অমীমাংসিত ইস্যু আগে দুইবার সমাধান হয়েছে : ইসহাক দার
অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে একমত বাংলাদেশ-পাকিস্তান
সিরাজগঞ্জে সাব্বির হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ