![]()
লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন ও ইউরোপের চ্যাম্পিয়নের মধ্যে ফিনালিসিমা ফাইনাল আয়োজনের রীতি নতুন করে চালু হয়েছে। তিন বছর আগে এই ইভেন্টে মুখোমুখি হয়েছিলো আর্জেন্টিনা ও ইতালি। এবারের লাতিন আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়নও আর্জেন্টিনা, ইউরোপে স্পেন। এই দুই দলের মধ্যেই হবে আগামী ফিনালিসিমার ফাইনাল।
ফিনালিসিমার ফাইনালের দিন-তারিখ নির্ধারণের জন্য কনমেবল সদর দফতরে বৈঠকে বসেছিলো রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কর্মকর্তারা। বৈঠকে উপস্থিত ছিলেন আরএফইএফ সভাপতি রাফায়েল লোজান ও এফএ সভাপতি ক্লদিও তাপিয়াসহ আরও অনেক কর্মকর্তা।
এ বছর হওয়ার কথা থাকলেও ফিনালিসিমা আয়োজনের জন্য আগামী বছরের মার্চের শেষ সপ্তাহকে বিবেচনা করেছেন বৈঠকে উপস্থিতরা। এর জন্য ভেন্যু হিসেবে আগামী বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর নাম এসেছিলো। মেক্সিকোই প্রাধান্য পাচ্ছে, যদিও শেষ পর্যন্ত কোনো ভেন্যুই চূড়ান্ত করা হয়নি।
দিন-তারিখ নির্ধারণের জন্য আয়োজকদের প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য, সাংগঠনিক দায়িত্ব, লজিস্টিক পরিকল্পনা, উভয় দলের নির্ধারিত ম্যাচসূচী এবং সম্ভাব্য ম্যাচের তারিখ মাথায় রেখে এগোতে হচ্ছে।
২০২২ সালের ফিনালিসিমায় কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা ইউরো জয়ী ইতালি ৩-০ গোলে হারায়। সেটা ছিলো আকাশি-নীলদের দ্বিতীয় ফিনালিসিমার ট্রফি। ১৯৯৩ সালে তারা প্রথমবার এই ট্রফিটির স্বাদ নিয়েছিলো।
বাংলাদেশ সময়: ১৫:১০:৫৩ ১১৬ বার পঠিত