সোমবার, ১৯ মে ২০২৫

হজের সময় চলাচলের পথে না ঘুমানোর পরামর্শ সৌদির

প্রথম পাতা » আন্তর্জাতিক » হজের সময় চলাচলের পথে না ঘুমানোর পরামর্শ সৌদির
সোমবার, ১৯ মে ২০২৫



হজের সময় চলাচলের পথে না ঘুমানোর পরামর্শ সৌদির

সারা বিশ্ব থেকে লাখ লাখ মানুষ পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে জড়ো হচ্ছেন। এই অবস্থায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং হজযাত্রীদের চলাচল সহজ করতে হজযাত্রীদের বেশকিছু পরামর্শ দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়।

রোববার (১৮ মে) গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পবিত্র হজের ধর্মীয় আনুষ্ঠানিকতার সময় হজযাত্রীদের নিরাপত্তা এবং নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার জন্য এই নিয়ম মেনে চলা গুরুত্বপূর্ণ।

এতে বলা হয়, নির্ধারিত স্থানসমূহে অবস্থান করলে চলাচল আরও সহজ হয় এবং হজের ব্যস্ততম সময়ে বিপদের সম্ভাবনা কমে যায়।জনাকীর্ণ এলাকায় শুয়ে পড়লে তা জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে এবং জরুরি সেবাদানকারী দলগুলোর দ্রুত সাড়া দেয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি হয়।

এ জন্য হজযাত্রীদের শুধুমাত্র তাঁবু ও আবাসন হোটেলের মতো বিশ্রামের নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও বিশ্রাম না নেয়ার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, নির্ধারিত স্থানগুলোর প্রতি সম্মান দেখালে হজের ব্যস্ততম সময়ে ঝুঁকি কমবে এবং সহজে চলাচলের ধারাবাহিকতা বজায় থাকতে সহায়তা করবে।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৫ সালের হজ অনুষ্ঠিত হবে ৫ জুন। সারা বিশ্ব থেকে লাখো মুসলিম পবিত্র হজ পালন করতে সৌদি আরবের মক্কা নগরীতে জড়ো হচ্ছেন।

এ বছর হজযাত্রীর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের। এ বছর ২৫ লাখের বেশি মুসলিম পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাবেন বলে ধারণা করা হচ্ছে।

হজযাত্রীদের স্বাগত জানাতে পুরোদমে প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। এ বছর হজের সময় প্রচণ্ড গরম থাকবে বলেও আভাস পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৫:৩২:৪২   ৯ বার পঠিত