প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পরদিন রাজধানীর বিভিন্ন স্থানে কথা বলেছেন বিএনপি নেতারা। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে অনঢ় দলটি। রাজনৈতিক অস্থিরতা কাটাতে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ছাড়া বিকল্প নেই বলে দাবি বিএনপি নেতাদের।
রোববার (২৫ মে) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতান্ত্রিক বাম ঐক্যের এক আলোচনা সভায় অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপির এই র্শীষ নেতা বলেন, সরকারি সম্পদ ব্যবহার করে যারা রাজনৈতিক দল গঠন করেছেন তারা এরইমধ্যে চিহ্নিত হয়েছেন। যারা আন্দোলনের পর দামি গাড়িতে চড়েন তাদের সম্পদের বিবরণী এখনও জনগণ জানে না।
বাংলাদেশের রাজনীতির আকাশে দুর্যোগ তৈরি করার পাঁয়তারা চলছে মন্তব্য করে জাহিদ বলেন,
স্বৈরাচার পতনের পর আবারও অধিকার আদায়ের দাবি জানানো লাগছে– এটি খুব দুঃখজনক। বিচার ও সংস্কারের পাশাপাশি বিএনপি নির্বাচন চায়। সব বাদ দিয়ে জনগণের কাতারে আসা উচিত।
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যখন একের এক মিথ্যা মামলা দেয়া হয়েছিল, তখন বিএনপি উনার পাশে ছিল। শেখ হাসিনা সরকার ড. ইউনূসকে দাবিয়ে রাখতে চেয়েছিল, তখন খালেদা জিয়া তার পাশে দাঁড়িয়েছেন।
এনসিপি নেতা হাসনাত ও সারজিসকে উদ্দেশ করে বুলু বলেন, এক সময়ের মেসে থেকে পাঁচশো টাকার পাঞ্জাবি পরা মানুষগুলো লাখ লাখ টাকার গাড়িতে চড়েন আর হাজার হাজর টাকার পাঞ্জাবি পরেন। সেটা কীভাবে সম্ভব!
ড. ইউনূসকে উদ্দেশ করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন,
২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের পিএস ছিলেন খলিলুর রহমান। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া অন্য দেশের পাসপোর্টধারী ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে কীভাবে বসিয়েছেন! একজন পতিতা নারী অধিকার আন্দোলনে গেলে আপনি দাবি মেনে নিলেন, তাহলে দেশের কি অবস্থা হবে, তা বোঝায় যাচ্ছে।
বুলু বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে দেশ চালিয়ে দেশ পরিচালনা করছেন শেখ হাসিনা। কিন্তু বাংলাদেশকে আফগানিস্তান বানাতে দেয়া যাবে না। তাই উপদেষ্টা থেকে মাহফুজ, আসিফ ও খলিলুর রহমানের পদত্যাগ দাবি বিএনপির।
এদিকে সকালে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন শেষে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চলমান রাজনৈতিক সংকট ঘনীভূত করতে অনেক উপদেষ্টা চেষ্টা করে যাচ্ছেন। অন্য এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে দেশের জনগণ তা মেনে নেবে না।
বাংলাদেশ সময়: ১৫:১২:২৭ ১০ বার পঠিত