রাজনীতির আকাশে দুর্যোগ তৈরির পাঁয়তারা চলছে: জাহিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজনীতির আকাশে দুর্যোগ তৈরির পাঁয়তারা চলছে: জাহিদ
রবিবার, ২৫ মে ২০২৫



রাজনীতির আকাশে দুর্যোগ তৈরির পাঁয়তারা চলছে: জাহিদ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পরদিন রাজধানীর বিভিন্ন স্থানে কথা বলেছেন বিএনপি নেতারা। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে অনঢ় দলটি। রাজনৈতিক অস্থিরতা কাটাতে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ছাড়া বিকল্প নেই বলে দাবি বিএনপি নেতাদের।

রোববার (২৫ মে) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতান্ত্রিক বাম ঐক্যের এক আলোচনা সভায় অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপির এই র্শীষ নেতা বলেন, সরকারি সম্পদ ব্যবহার করে যারা রাজনৈতিক দল গঠন করেছেন তারা এরইমধ্যে চিহ্নিত হয়েছেন। যারা আন্দোলনের পর দামি গাড়িতে চড়েন তাদের সম্পদের বিবরণী এখনও জনগণ জানে না।

বাংলাদেশের রাজনীতির আকাশে দুর্যোগ তৈরি করার পাঁয়তারা চলছে মন্তব্য করে জাহিদ বলেন,

স্বৈরাচার পতনের পর আবারও অধিকার আদায়ের দাবি জানানো লাগছে– এটি খুব দুঃখজনক। বিচার ও সংস্কারের পাশাপাশি বিএনপি নির্বাচন চায়। সব বাদ দিয়ে জনগণের কাতারে আসা উচিত।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যখন একের এক মিথ্যা মামলা দেয়া হয়েছিল, তখন বিএনপি উনার পাশে ছিল। শেখ হাসিনা সরকার ড. ইউনূসকে দাবিয়ে রাখতে চেয়েছিল, তখন খালেদা জিয়া তার পাশে দাঁড়িয়েছেন।

এনসিপি নেতা হাসনাত ও সারজিসকে উদ্দেশ করে বুলু বলেন, এক সময়ের মেসে থেকে পাঁচশো টাকার পাঞ্জাবি পরা মানুষগুলো লাখ লাখ টাকার গাড়িতে চড়েন আর হাজার হাজর টাকার পাঞ্জাবি পরেন। সেটা কীভাবে সম্ভব!

ড. ইউনূসকে উদ্দেশ করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন,

২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের পিএস ছিলেন খলিলুর রহমান। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া অন্য দেশের পাসপোর্টধারী ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে কীভাবে বসিয়েছেন! একজন পতিতা নারী অধিকার আন্দোলনে গেলে আপনি দাবি মেনে নিলেন, তাহলে দেশের কি অবস্থা হবে, তা বোঝায় যাচ্ছে।

বুলু বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে দেশ চালিয়ে দেশ পরিচালনা করছেন শেখ হাসিনা। কিন্তু বাংলাদেশকে আফগানিস্তান বানাতে দেয়া যাবে না। তাই উপদেষ্টা থেকে মাহফুজ, আসিফ ও খলিলুর রহমানের পদত্যাগ দাবি বিএনপির।

এদিকে সকালে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন শেষে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চলমান রাজনৈতিক সংকট ঘনীভূত করতে অনেক উপদেষ্টা চেষ্টা করে যাচ্ছেন। অন্য এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে দেশের জনগণ তা মেনে নেবে না।

বাংলাদেশ সময়: ১৫:১২:২৭   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গত ১৫ বছর দেশ থেকে সাংবাদিকতা হারিয়ে গিয়েছিল: পিআইবি মহাপরিচালক
ঢাকায় তারুণ্যের সমাবেশকে ঘিরে সরিষাবাড়ী যুবদলের প্রস্তুতি সভা
গণতন্ত্রের প্রশ্নে আমরা সবাই একমত : গয়েশ্বর
আগামী বছরের জুনের পর এক দিনও দায়িত্বে থাকবেন না ড. ইউনূস : প্রেসসচিব
বিএনপি কখনো স্বৈরাচার হয়ে ওঠেনি : ড. মঈন খান
সরকারি সেবা প্রতিষ্ঠানকে দুর্নীতি ও দালালমুক্ত করাই লক্ষ্য: ডিসি
ঐকমত্য না হওয়া বিষয়গুলোও জনসম্মুখে প্রকাশ করা হবে : আলী রীয়াজ
ডিজিটাল বাংলাদেশের পরিবর্তে ডিজিটাল দ্বীপ তৈরি করা হয়েছিল: তৈয়্যব
কবি নজরুলের শৈল্পিক শক্তির গান নিয়েই গণঅভ্যুত্থান পরিচালিত হয়েছে: সংস্কৃতি উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ