লক্ষ লক্ষ তরুণের স্পষ্ট বার্তা হচ্ছে গণতন্ত্র: আমীর খসরু মাহমুদ চৌধুরী

প্রথম পাতা » ছবি গ্যালারী » লক্ষ লক্ষ তরুণের স্পষ্ট বার্তা হচ্ছে গণতন্ত্র: আমীর খসরু মাহমুদ চৌধুরী
বুধবার, ২৮ মে ২০২৫



লক্ষ লক্ষ তরুণের স্পষ্ট বার্তা হচ্ছে গণতন্ত্র: আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আজকে ঢাকায় তারুণ্যের সুনামি হয়েছে। লক্ষ লক্ষ তরুণ এখানে উপস্থিত হয়ে একটা স্পষ্ট বার্তা দিচ্ছে, সেই বার্তা হচ্ছে গণতন্ত্র।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ বিশেষ অতিথির বক্তৃতায় আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ এ কথা বলেন।

বিচার ও সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিচার ও সংস্কারের নামে নির্বাচন পেছানো যাবে না।

তিনি বলেন, আজকে ঢাকায় তারুণ্যের সুনামি হয়েছে। লক্ষ লক্ষ তরুণ এখানে উপস্থিত হয়ে একটা স্পষ্ট বার্তা দিচ্ছে, সেই বার্তা হচ্ছে গণতন্ত্র। আর এই গণতন্ত্রের পথ হচ্ছে নির্বাচন। তাই নির্বাচন নিয়ে কোনো হেলাফেলা চলবে না। সংস্কার ও বিচারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর কোন সুযোগ নেই।

তিনি আরও বলেন, বিএনপির আগে কেউ সংস্কারের কথা বলেনি। বেগম খালেদা জিয়া অনেক আগেই ভিশন-২০৩০ দিয়েছিলেন। আর গত দুই বছর আগে ফ্যাসিস্ট হাসিনার আমলে তারেক রহমান প্রথমে ২৭ দফার সংস্কার প্রস্তাব দিয়েছিলেন, পরবর্তীতে যা ৩১ দফায় রূপ নেয়। তাই বলতে চাই, এই সংস্কারের বাহানা করে নির্বাচন পেছানো যাবে না। তিনি বলেন, বিএনপির থেকে বেশি ত্যাগ এ দেশে কেউ করেনি। তাই বিচার যদি কারো করতে হয়, সেটা বিএনপি করবে জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে।

আমীর খসরু বলেন, আজ তারুণ্যের এই সমাবেশে তরুণরা উপস্থিত হয়েছে তাদের ভোটের অধিকার চাইতে। তাই সরকারকে বলব, যত দ্রুত সম্ভব তাদের এই আশা পূরণের জন্য কার্যকরী ভূমিকা পালন করুন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিন অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশ রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকাল সাড়ে তিনটার পর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তরুণ প্রজন্মের উদ্দেশে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরেন।
সমাবেশে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলটির নেতাকর্মীসহ সমর্থকরা জড়ো হতে শুরু করে। ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এ সমাবেশ। সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে কয়েক লাখ ছাত্র ও তরুণের জমায়েত হয়।

এর আগে তরুণদের সঙ্গে সরাসরি সংযোগ ও দলীয় অবস্থান তুলে ধরার লক্ষ্য নিয়ে মে মাস জুড়ে কর্মসূচি ঘোষণা করেছিল ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এই কর্মসূচির অংশ হিসেবে চারটি বড় বিভাগীয় শহর ও রাজধানীসহ মোট আট দিনব্যাপী সেমিনার ও সমাবেশের আয়োজন করা হয়।

এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন সেমিনার ও তরুণদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা। আজ চূড়ান্ত আয়োজন অনুষ্ঠিত হয় রাজধানী ঢাকায়।

বাংলাদেশ সময়: ১৮:৪৬:২৮   ৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ইনসাফভিত্তিক-সুন্দর নারায়ণগঞ্জ গড়ার চেষ্টা করছি: মাওলানা মইনুদ্দিন
বড়দিন উপলক্ষে নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই: এসপি
শহীদ হাদি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন বীর : শিবির সভাপতি
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাবির ৬ ডিন
নির্বাচন বানচাল করতেই ওসমান হাদিকে হত্যা: জুনায়েদ সাকি
সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের ১০০০ রেগুলেটর ধ্বংস
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন তিন বাহিনী প্রধান
বিএনপি ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে : তারেক রহমান
ফ্যাসিবাদী শাসনামল ছিল গণমাধ্যমের জন্য কঠিন সময়: মতিউর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ