নারায়ণগঞ্জ আমার আবেগের জায়গা, এখানেই বেড়ে উঠেছি: মাসুদুজ্জামান

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ আমার আবেগের জায়গা, এখানেই বেড়ে উঠেছি: মাসুদুজ্জামান
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫



নারায়ণগঞ্জ আমার আবেগের জায়গা, এখানেই বেড়ে উঠেছি: মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সাবেক সভাপতি ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, “নারায়ণগঞ্জ আমার আবেগের জায়গা। এখানেই বেড়ে উঠেছি। এছাড়া আমার আর কোনো জায়গা নেই। দিন শেষে নারায়ণগঞ্জ ছাড়া ভাবার কিছু নেই। এটা আমার দুর্বলতা। আমি চাই, সবাই মিলে একটা সুন্দর নারায়ণগঞ্জ গড়তে।”

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১টায় শহরের সিটি পার্ক লাউঞ্জ রেস্তোরাঁয় ড্যান্ডি ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত “সোশ্যালি রেসপন্সিবল লিডারশিপ, গুড গভর্নেন্স অ্যান্ড সিটি ডেভেলপমেন্ট” শীর্ষক সেমিনারে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

সংগঠনের আহ্বায়ক ড. আলীয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: বিকেএমইএ’র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, মেজর (অব.) হুমায়ুন কবির রিপন, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু প্রমুখ।

মাসুদুজ্জামান বলেন, “শহরে যখন ঢুকি, মন খারাপ হয়ে যায়। চার-পাঁচ শত বছরের পুরোনো শহর নারায়ণগঞ্জ। একজন মেয়র কিংবা এমপি রাতারাতি শহরের পরিবর্তন ঘটাতে পারবেন না। সবাইকে এগিয়ে আসতে হবে। যদি কেউ বলে ‘আপনারা এগিয়ে যান, আমি আছি’, তাহলে সে সবচেয়ে ভুল কথা বলছে। এই শহর, জেলা, দেশ আমার, আপনার, সবার। এর দেখাশোনা করা আমাদের সবার দায়িত্ব।”

তিনি বলেন, “বর্তমান জেলা প্রশাসক গ্রীন-ক্লিন নারায়ণগঞ্জ নামে একটি প্রকল্প নিয়েছেন, যা খুব ভালো লেগেছে। আমরা তাকে সাধুবাদ জানাই এবং আশাবাদী যে তিনি আরও ভালো কাজ করবেন।”

কুয়ালালামপুর সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “সেখানে এক কোরিয়ান ব্যক্তি আমাকে বললেন, ‘ঢাকা মানেই দূষণ’। এতে আমার গর্বের জায়গা কষ্টে পরিণত হয়। একজন বিদেশির কাছে বাংলাদেশের এমন ভাবমূর্তি কষ্টদায়ক। আমরা যদি একসাথে কাজ না করি, তাহলে আগামী প্রজন্মের জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। আমাদের সন্তানের জন্য হলেও এখনই উদ্যোগ নিতে হবে।”

তরুণদের উদ্দেশে তিনি বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ। আমাদের বয়স হয়েছে, আমাদের গাইড করো, আমাদের পরিকল্পনা দাও। রাজনীতি থেকে কেউ বাইরে নয়। সবাই যার যার অবস্থান থেকে কিছু করতে পারে। তোমরাই হবে আগামী বাংলাদেশের চোখ, আমাদের বয়স হয়েছে দেখে শুনে রাখ। তোমাদেরকে এগিয়ে আসতে হবে এর বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “লিডার মানে এই না যে, তার শেখার কিছু নেই। জীবনের শেষদিন পর্যন্ত শিখতে হয়। আমাদের দেশে পরিকল্পনার অভাব, চর্চার অভাব। বড় বড় স্লোগান দিয়ে কোনো লাভ হয় না যদি বাস্তবায়ন না হয়।”

বাংলাদেশ সময়: ২২:৫৫:৫৭   ১১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


২ কার্গো এলএনজি, ২টি জাহাজ ক্রয় করবে সরকার
খুলনায় জাতীয় যুব দিবসে ১১১ জনকে ঋণের চেক বিতরণ
নিজ জায়গা থেকে সুশাসন নিশ্চিত করলেই রাষ্ট্র উপকৃত হবে : দুদক চেয়ারম্যান
মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
লক্ষ্মীপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
হুমকি-ধামকি দিচ্ছে মাইলস্টোন প্রশাসন, অভিযোগ নিহতদের পরিবারের
২৬-এর ফেব্রুয়ারির আগেই নির্বাচন হতে হবে: ডা. জাহিদ
আটাব প্রশাসকের দায়িত্ব নিলেন উপসচিব মোতাকাব্বীর আহমেদ
শুভশ্রী-রুক্মিণীর কাছে ‘ক্ষমা’ চাইলেন দেব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ