ভক্তদের সুখরব দিলেন ঋতুপর্ণা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভক্তদের সুখরব দিলেন ঋতুপর্ণা
সোমবার, ২ জুন ২০২৫



ভক্তদের সুখরব দিলেন ঋতুপর্ণা

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি মনে করেন, ডিজিটাল বিনোদনের এই যুগেও সিনেমা হলে বসে ছবি দেখার আবেদন বিন্দুমাত্র কমেনি। সম্প্রতি জামাইষষ্ঠী উপলক্ষে ২৫ বছর পর তার অভিনীত জনপ্রিয় ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ পুনরায় মুক্তি পাওয়ায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

২০০০ সালের জামাইষষ্ঠীর দিনে মুক্তি পেয়েছিল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। দীর্ঘ ২৫ বছর পর একই দিনে ছবিটি আবার মুক্তি পাওয়ায় ঋতুপর্ণা আপ্লুত। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘অভিনেত্রী হিসেবে আমি খুব খুশি। ২৫ বছর পরেও প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি যে কতটা হিট, তা শুক্রবার হলে গিয়ে দেখলাম।’

শৈশবের স্মৃতিচারণ করে ঋতুপর্ণার কথায়, ‘আমার বড় পিসিকে মুনি বলে ডাকতাম। জামাইষষ্ঠীর সময়ে মুনি বাড়িতে এলেই তার কাছে সিনেমা দেখতে যাওয়ার বায়না করতাম। তিনি আমাদের সিনেমা দেখাতে নিয়ে যেতেন। বড় পর্দায় সিনেমা দেখে দর্শকদের সিটি বাজানো, পয়সা ছুড়ে দেওয়া এ সবের মজাই ছিল আলাদা। ইভনিং শো, ম্যাটিনি শো, নাইট শো শব্দগুলো তো সিনেমার সৌজন্যেই তৈরি হয়েছিল।’

ভক্তদের সুখরব দিয়ে বলেন, ‘হলে গিয়ে সিনেমা দেখার মজাই আলাদা। শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতো চিত্রনাট্য হাতে পেলে আবারও বাণিজ্যিক সিনেমায় অভিনয় করতে পারি। পঁচিশ বছর আগে মুক্তি পাওয়া কোনো ছবি আবারও হলে রিলিজ করল। অভিনেত্রী হিসেবে এর চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে।’

তিনি জানান, তার প্রতিটি সিনেমায় নতুন কিছু করার চেষ্টা করেছেন। ২০০০ সালের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিতে বেশ কিছু আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। ঋতুপর্ণার ভাষ্যে, ‘বাণিজ্যিক সিনেমার প্রতি গ্রাম-বাংলার মানুষের আকর্ষণ আজও রয়েছে। এই বিষয়ে সবাইকে ভাবতে হবে। বড় বাজেটের ছবি বানাতে হবে। তার জন্য ঝুঁকি নিতে হবে।’

বাংলাদেশ সময়: ১৬:৫৮:৩১   ১১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে লড়াইয়ের ঘোষণা রুমিন ফারহানার
হাদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক : ধর্ম উপদেষ্টা
জাতীয় কবির সমাধির পাশে সমাহিত শহীদ হাদি
নতুন বছরেই মুক্তি পাবে একাত্তরের যুদ্ধের সিনেমা ‘ইক্কিস’
অস্ত্র দেয়া হয়েছে জান-মালের নিরাপত্তা দিতে, চেহারা দেখাতে নয়: প্রশাসনকে হারুন
বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি ব্রাজিল, খেলার সূচি প্রকাশ
তারেক রহমান আসছেন মানে গণতন্ত্র ফেরত আসছে : মির্জা আব্বাস
নতুন আরেক মামলায় ইমরান খান ও তার স্ত্রীর ১৭ বছরের কারাদণ্ড
জানাজার আগে জাতির কাছে যে প্রশ্ন রাখলেন হাদির ভাই
যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন সবার বুকে থাকবেন হাদি : প্রধান উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ