ভক্তদের সুখরব দিলেন ঋতুপর্ণা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভক্তদের সুখরব দিলেন ঋতুপর্ণা
সোমবার, ২ জুন ২০২৫



ভক্তদের সুখরব দিলেন ঋতুপর্ণা

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি মনে করেন, ডিজিটাল বিনোদনের এই যুগেও সিনেমা হলে বসে ছবি দেখার আবেদন বিন্দুমাত্র কমেনি। সম্প্রতি জামাইষষ্ঠী উপলক্ষে ২৫ বছর পর তার অভিনীত জনপ্রিয় ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ পুনরায় মুক্তি পাওয়ায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

২০০০ সালের জামাইষষ্ঠীর দিনে মুক্তি পেয়েছিল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। দীর্ঘ ২৫ বছর পর একই দিনে ছবিটি আবার মুক্তি পাওয়ায় ঋতুপর্ণা আপ্লুত। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘অভিনেত্রী হিসেবে আমি খুব খুশি। ২৫ বছর পরেও প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি যে কতটা হিট, তা শুক্রবার হলে গিয়ে দেখলাম।’

শৈশবের স্মৃতিচারণ করে ঋতুপর্ণার কথায়, ‘আমার বড় পিসিকে মুনি বলে ডাকতাম। জামাইষষ্ঠীর সময়ে মুনি বাড়িতে এলেই তার কাছে সিনেমা দেখতে যাওয়ার বায়না করতাম। তিনি আমাদের সিনেমা দেখাতে নিয়ে যেতেন। বড় পর্দায় সিনেমা দেখে দর্শকদের সিটি বাজানো, পয়সা ছুড়ে দেওয়া এ সবের মজাই ছিল আলাদা। ইভনিং শো, ম্যাটিনি শো, নাইট শো শব্দগুলো তো সিনেমার সৌজন্যেই তৈরি হয়েছিল।’

ভক্তদের সুখরব দিয়ে বলেন, ‘হলে গিয়ে সিনেমা দেখার মজাই আলাদা। শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতো চিত্রনাট্য হাতে পেলে আবারও বাণিজ্যিক সিনেমায় অভিনয় করতে পারি। পঁচিশ বছর আগে মুক্তি পাওয়া কোনো ছবি আবারও হলে রিলিজ করল। অভিনেত্রী হিসেবে এর চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে।’

তিনি জানান, তার প্রতিটি সিনেমায় নতুন কিছু করার চেষ্টা করেছেন। ২০০০ সালের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিতে বেশ কিছু আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। ঋতুপর্ণার ভাষ্যে, ‘বাণিজ্যিক সিনেমার প্রতি গ্রাম-বাংলার মানুষের আকর্ষণ আজও রয়েছে। এই বিষয়ে সবাইকে ভাবতে হবে। বড় বাজেটের ছবি বানাতে হবে। তার জন্য ঝুঁকি নিতে হবে।’

বাংলাদেশ সময়: ১৬:৫৮:৩১   ৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
হেসেখেলে পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে: এড. সাখাওয়াত
তারা স্বপ্ন দেখছে বিএনপিকে হটিয়ে ক্ষমতায় যাওয়া: গিয়াসউদ্দিন
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়: ডিসি
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি বিষয়ে অধিকাংশ দল একমত : অধ্যাপক আলী রীয়াজ
পার্বত্য এলাকায় শিক্ষার মান বাড়াতে কাজ করছে সরকার : সুপ্রদীপ চাকমা
টেকসই বিনিয়োগে বৈশ্বিক প্রতিশ্রুতি জরুরি : পরিবেশ উপদেষ্টা
সেনাসদর নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ