
নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২০ জুলাই) হাজীগঞ্জ কেল্লার ভিতরে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, যিনি জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এবং বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন।
এড. সাখাওয়াত হোসেন খান তাঁর বক্তব্যে বলেন, “গত জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ধর্মীয় অনুষঙ্গ হিসেবে আমরা এই কর্মসূচি পালন করছি। আমাদের নেতা তারেক রহমান ছত্রিশ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন শহীদদের স্মরণে। আজকের কর্মসূচি তারই ধারাবাহিকতা।”
তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। সাখাওয়াত হোসেন খান উল্লেখ করেন, “বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। যারা আজ বৈষম্য দূর করার কথা বলে আবার বৈষম্যের জন্ম দিচ্ছে, নির্বাচন প্রশ্নবিদ্ধ করছে—তাদের সতর্ক করে দিতে চাই, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছি। ৫ আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আমরা কলঙ্কমুক্ত হয়েছি। সেই বিপ্লবের এক বছর পূর্তিতে আমাদের দায়িত্ব আরও বেড়েছে।”
এই কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কৃষক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ। ‘গণঅভ্যুত্থানের ২০২৪: জাতীয় ঐক্য, গণতান্ত্রিক অভিযাত্রা, সবুজ পল্লবে শহীদ স্মরণ’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে এটি আয়োজন করা হয়। বৃক্ষরোপণের পাশাপাশি শহীদদের স্মরণে দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক খন্দকার স্বপন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। এছাড়াও, অনুষ্ঠানে সিনিয়র সহ-সভাপতি নাজমুল কবির নাহিদ, সহ-সভাপতি আবু মিয়া, গোলজার হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সবুজ, সজিব কাজী, সহ-সাধারণ সম্পাদক বাবু, সিদ্ধিরগঞ্জ থানা আহ্বায়ক জসিম, সদস্য সচিব সোহেল, বন্দর থানা আহ্বায়ক লিটন, সদস্য সচিব শান্ত, বন্দর উপজেলা আহ্বায়ক ফারুক, সদস্য সচিব সেলেম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:১২:৫৭ ৯ বার পঠিত