নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এর পরিচালক সোহাগ পটুয়াখালীতে উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এর পরিচালক সোহাগ পটুয়াখালীতে উদ্ধার
সোমবার, ২ জুন ২০২৫



নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এর পরিচালক সোহাগ পটুয়াখালীতে উদ্ধার

নারায়ণগঞ্জ থেকে অপহৃত ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ সোহাগকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের একদিন পর পটুয়াখালীর পায়রাগঞ্জ এলাকা থেকে তাকে হাত-পা বাঁধা ও আহত অবস্থায় উদ্ধার করা হয়।

মোহাম্মদ সোহাগ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, মীম শরৎ গ্রুপ এবং শাহজালাল নেভিগেশনের ব্যবস্থাপনা পরিচালক। তিনি রোববার (১ জুন) রাতে নগরীর গলাচিপা এলাকার তোলারাম কলেজ রোড থেকে নিজের ব্যবহৃত গাড়িসহ অপহৃত হন।

সোমবার দুপুর ১২টার দিকে পটুয়াখালীর পায়রাগঞ্জ এলাকায় তার গাড়ির ভেতর থেকে তাঁকে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে দুটি প্রাইভেটকার দেখতে পান তারা। এর একটি গাড়ির ভেতর থেকে একজন মানুষ সাহায্যের জন্য হাত নাড়ছিলেন। কাছে গিয়ে তাকে হাত, পা, কোমর ও মুখ বাঁধা এবং আহত অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে বিষয়টি তার পরিবারের সদস্যদের জানানো হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. সোহাগ জানান, “আমি বাসায় ফিরছিলাম। পথিমধ্যে ৫-৬ জন ব্যক্তি আমাকে অপহরণ করে। তারা আমার গায়ে ইলেকট্রিক শক দেয়, মাথায় পিস্তলের বাট দিয়ে মারধর করে। আল্লাহর রহমতে এবং সবার দোয়ায় আমি বেঁচে গেছি।”

তবে কে বা কারা তাকে অপহরণ করেছে, কিংবা কেন তাকে এত দূরে পটুয়াখালীতে রেখে যাওয়া হলো, সে বিষয়ে পুলিশ এখনও কিছু জানাতে পারেনি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশ সময়: ২০:৫৪:৫৩   ১৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
হেসেখেলে পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে: এড. সাখাওয়াত
তারা স্বপ্ন দেখছে বিএনপিকে হটিয়ে ক্ষমতায় যাওয়া: গিয়াসউদ্দিন
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়: ডিসি
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি বিষয়ে অধিকাংশ দল একমত : অধ্যাপক আলী রীয়াজ
পার্বত্য এলাকায় শিক্ষার মান বাড়াতে কাজ করছে সরকার : সুপ্রদীপ চাকমা
টেকসই বিনিয়োগে বৈশ্বিক প্রতিশ্রুতি জরুরি : পরিবেশ উপদেষ্টা
সেনাসদর নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ