ইউক্রেনের সঙ্গে আলোচনায় বিজয় চায় রাশিয়া

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউক্রেনের সঙ্গে আলোচনায় বিজয় চায় রাশিয়া
মঙ্গলবার, ৩ জুন ২০২৫



ইউক্রেনের সঙ্গে আলোচনায় বিজয় চায় রাশিয়া

রাশিয়ার জন্য দ্রুত ও পূর্ণাঙ্গ বিজয় নিশ্চিত করাই ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। মঙ্গলবার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে রাশিয়ার বর্তমান নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান মেদভেদেভ এমন মন্তব্য করেছেন।

টেলিগ্রাম পোস্টে দেশটির জ্যেষ্ঠ এই নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ‘‘ইস্তাম্বুল আলোচনা কোনও ধরনের বিভ্রান্তিকর শর্তে আপোষমূলক শান্তি চুক্তির জন্য নয়। বরং আমাদের দ্রুত বিজয় ও নব্য নাৎসি শাসনের সম্পূর্ণ ধ্বংস নিশ্চিত করাই এই আলোচনার লক্ষ্য।’’

তিনি বলেন, রাশিয়া গতকাল যে স্মারকলিপি প্রকাশ করেছে, সেটিই তার প্রমাণ।

সোমবার ইস্তাম্বুলে রুশ কর্মকর্তাদের সঙ্গে কিয়েভের আলোচনায় ইউক্রেনের কাছে রাশিয়ার উত্থাপিত দাবির পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছেন মেদভেদেভ। রাশিয়ার দাবিগুলোর মধ্যে রাশিয়ার কাছে ইউক্রেনের আরও অঞ্চল হস্তান্তর, ইউক্রেনকে নিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হওয়া, ইউক্রেনের সেনাবাহিনীর আকার সীমিত করা এবং নতুন সংসদীয় ও প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের মতো বিষয়গুলো রয়েছে।

ইস্তাম্বুলে মাত্র এক ঘণ্টা স্থায়ী আলোচনায় উভয়পক্ষ নতুন যুদ্ধবন্দি বিনিময় এবং ১২ হাজার নিহত সেনার মরদেহ ফেরত দেওয়ার বিষয়ে একমত হয়েছে। তবে ইউক্রেন ও তার মিত্ররা যুদ্ধবিরতির জন্য চাপ প্রয়োগ করলেও এই বিষয়ে কোনও সমঝোতা হয়নি।

মেদভেদেভ বলেন, সম্প্রতি রাশিয়ার কৌশলগত বোমারু বিমান ঘাঁটিতে ইউক্রেনের হামলার জবাবে পাল্টা ব্যবস্থা নেবে মস্কো। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘‘এই হামলার প্রতিশোধ অনিবার্য।’’

‘‘আমাদের সেনাবাহিনী এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যেতে থাকবে। যা ধ্বংস করার প্রয়োজন তা ধ্বংস করা হবে। আর যাদের সরিয়ে দেওয়ার দরকার তাদের সরিয়ে দেওয়া হবে।’’

সূত্র: রয়টার্স।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:৩২   ৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মালদ্বীপে কনস্যুলার সেবা পেলেন প্রায় দু’হাজার প্রবাসী বাংলাদেশি
নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি, ফের বিক্ষোভ
বিক্ষোভে হওয়া সহিংসতাকে অপরাধ বললেন সুশীলা কার্কি, তদন্তের ঘোষণা
ইসহাক দারকে রুবিও’র ফোন, পাক-মার্কিন সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি
কায়রোয় হামাস নেতাদের হত্যার চক্রান্ত করছে ইসরাইল: মিশর
রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ভেঙে দেয়া হলো নেপালের পার্লামেন্ট, মার্চে নির্বাচন
ইসরাইলের নাম না নিয়ে কাতারে হামলার নিন্দা জানালো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
ইসরাইলের ‘চরমপন্থি মন্ত্রীদের’ শাস্তি দেয়ার ঘোষণা ইউরোপীয় কমিশন প্রেসিডেন্টের
নেপালে অরাজকতা, দেশজুড়ে কারফিউ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ