হাটে কোনো অনিয়ম হলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে: র‍্যাব

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাটে কোনো অনিয়ম হলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে: র‍্যাব
মঙ্গলবার, ৩ জুন ২০২৫



হাটে কোনো অনিয়ম হলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে: র‍্যাব

শীতলক্ষ্যা নদী থেকে গরু নামিয়ে অন্য হাটে নিয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে র‍্যাব-১১। মঙ্গলবার (৩ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের ইব্রাহিম টেক্সটাইল মিলের বালুর মাঠ পশুহাট পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, “দুইদিন আগে শীতলক্ষ্যা নদীতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, নদীপথে আনা গরুগুলোকে কিছু দুষ্কৃতকারী তাদের পছন্দের হাটে নিয়ে যাচ্ছে। যদিও ব্যবসায়ীরা সেটা চায় না, কিন্তু ঈদের সময় অনেক ছোট ছোট হাট বসে, যেখানে গরু কম থাকে। তখন কিছু অসাধু চক্র নিজেদের হাটে গরু বাড়ানোর জন্য এই ধরনের অপচেষ্টা চালায়।”

র‍্যাব-১১ অধিনায়ক জানান, “আমরা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেখেই ব্যবস্থা নিয়েছি। পুলিশ ও র‍্যাব একসাথে অভিযান পরিচালনা করেছে। ইতোমধ্যে গরুগুলো উদ্ধার করে ব্যবসায়ীদের কাঙ্ক্ষিত হাটে ফিরিয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনতে কার্যক্রম অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, “এই ধরনের ঘটনা ঘটলে সরাসরি থানায় অথবা আমাদের কাছে অভিযোগ করুন। মামলা হলে অপরাধীদের শনাক্ত করতে আমাদের সুবিধা হয়। বেশিরভাগ সময়ই দেখা যায়, অভিযোগ করা হয় না। তবে এবার ঘটনা জানার সঙ্গে সঙ্গেই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে গেছে এবং ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।”

ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, “আমাদের বেশিরভাগ হাটে র‍্যাবের সাপোর্ট সেন্টার রয়েছে। ঘরমুখো মানুষের নিরাপত্তায় পেট্রোলিং চালু রয়েছে। ঈদের জামাত ও মহাসড়ক কেন্দ্রিক নিরাপত্তা জোরদার করতেও আমরা প্রস্তুত রয়েছি। একইসঙ্গে চাঁদাবাজি ও অতিরিক্ত ইজারা আদায়ের মতো সমস্যাগুলো রোধে আমাদের টিম কাজ করছে। হাটে কোনো অনিয়ম হলে সাপোর্ট সেন্টারে জানালে আমরা দ্রুত ব্যবস্থা নেবো।”

বাংলাদেশ সময়: ২১:৪৬:১৩   ১৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
গণযোগাযোগ অধিদপ্তরের নতুন মহাপরিচালক আবদুল জলিল
জামালপুরে চাঁদা না পেয়ে ২৯ দিন ধরে মাদ্রাসা বন্ধ, স্থানীয় যুবকের বিরুদ্ধে অভিযোগ
বিএনপির নাম বিক্রি করে এমপি হতে চাইলে ছাড় দেওয়া হবে না: টিপু
রাজনীতিতে আসছি সেবা করতে, ব্যবসা করতে না: মাসুদুজ্জামান
মাঠ থাকা সত্ত্বেও শিশুরা এখন ফোন নিয়ে পড়ে থাকে: ডিসি
আশা জাগিয়েও দ. আফ্রিকার কাছে হারলো বাংলাদেশ
ইসরায়েল থেকে মুক্তি পেল ১ হাজার ৯৬৮ ফিলিস্তিনি, ‘মাইলফলক’ বলল হামাস
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজদের জায়গা থাকবে না : গোলাম পরওয়ার
কিশোরীর পণ ‘‘পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও’’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ