অপহরণের ৭৪ দিন পর কিশোর নুহাশকে উদ্ধার, পরিবারে স্বস্তি

প্রথম পাতা » ছবি গ্যালারী » অপহরণের ৭৪ দিন পর কিশোর নুহাশকে উদ্ধার, পরিবারে স্বস্তি
বুধবার, ১১ জুন ২০২৫



অপহরণের ৭৪ দিন পর কিশোর নুহাশকে উদ্ধার, পরিবারে স্বস্তি

জামালপুর প্রতিনিধি : দীর্ঘ ৭৪ দিন পর অপহরণের শিকার কিশোর নুহাশ আজিজ (১৬) কে ঢাকার একটি রিহাব সেন্টার থেকে উদ্ধার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১০ জুন) রাতে তাকে উদ্ধার করে তারাকান্দিতে অবস্থিত অস্থায়ী আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয় এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন ২৬ বীর ইউনিটের লেঃ শাহরিয়ার তালুকদার রিফাত।

ঘটনার বরাতে জানা যায়, চলতি বছরের ২৬ মার্চ তারিখে সাইদা দিল আফরোজ এবং তার মেয়ের জামাই লিটন অধিকারী, কিশোর নুহাশ আজিজকে ঢাকার উত্তরা কামারপাড়ার একটি ভাড়া বাসা থেকে ঘোরার কথা বলে অপহরণ করে। এরপর তাকে রাজধানীর গ্রীন লাইফ মাদকাসক্তি চিকিৎসা ও নিরাময় কেন্দ্রে মাদকাসক্তের অজুহাতে লুকিয়ে রাখা হয়।

অপহরণের পর নুহাশের পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। কোথাও সন্ধান না পেয়ে তারা প্রথমে ঢাকা উত্তরা পশ্চিম থানা এবং পরবর্তীতে টাঙ্গাইল সদর থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো সুরাহা না হওয়ায়, অবশেষে তারা জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দি অস্থায়ী সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ জমা দেন।

পরে সেনাবাহিনীর ১৯ এফ আই ইউ গোয়েন্দা মাঠকর্মীদের তথ্যের ভিত্তিতে এবং লেঃ শাহরিয়ার তালুকদার রিফাতের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অপহৃত কিশোরের অবস্থান শনাক্ত করা সম্ভব হয় এবং পরবর্তীতে পরিবার ও সেনাবাহিনীর সম্মিলিত সহায়তায় ঢাকার ওই মাদকাসক্তি চিকিৎসা ও নিরাময় কেন্দ্র থেকে নুহাশকে উদ্ধার করে তারাকান্দি অস্থায়ী আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয়।

দীর্ঘ অপেক্ষার পর মঙ্গলবার রাতে পরিবারের কাছে নুহাশকে হস্তান্তর করা হলে স্বস্তির নিঃশ্বাস ফেলে তার পরিবার। উদ্ধারকৃত নুহাশ আজিজ মৃত মতিউর রহমান তালুকদারের পুত্র। এই সফল উদ্ধার অভিযান ২৬ বীর ইউনিটের পেশাদারিত্ব ও গোয়েন্দা দক্ষতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

বাংলাদেশ সময়: ১১:০১:১৮   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা
পুলিশের আইনি কাজে বাধা দিলে গ্রেপ্তার করে আদালতে পাঠাতে হবে : আইজিপি
শারীরিক প্রতিবন্ধীদের সমস্যা ও সমাধান নিয়ে কর্মশালার উদ্বোধন করলেন সমাজকল্যাণ সচিব
আমি বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবেন : রাশেদ খান
নিরবচ্ছিন্ন ও মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবে - তৈয়্যব
​সরিষাবাড়ীতে ৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা, শামীম তালুকদারের পাশাপাশি স্ত্রীও স্বতন্ত্র প্রার্থী
মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে কাঁপছে সৌদি
সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় - ধর্ম উপদেষ্টা
কপ সম্মেলনে দেশের পক্ষে উচ্চপর্যায়ের নেতৃত্বের অংশগ্রহণ জরুরি - মৎস্য উপদেষ্টা
আসুন, দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি : তারেক রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ