ফাঁসির রায় হয়েছিলো ভয় পাইনি, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন: এটিএম আজহারুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফাঁসির রায় হয়েছিলো ভয় পাইনি, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন: এটিএম আজহারুল
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫



ফাঁসির রায় হয়েছিলো ভয় পাইনি, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন: এটিএম আজহারুল

সদ্য কারামুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ‘মিথ্যা মামলায় কারাবরণের মধ্যদিয়ে মুখ বন্ধ করে রেখেছিলো ফ্যাসিস্ট আওয়ামী সরকার। ফাঁসির রায়ও দেয়া হয়েছিল, কিন্তু তাতেও ভয় পাইনি। আল্লাহ বাঁচিয়ে রেখেছেন।’

বৃহস্পতিবার ( ১২ জুন) দুপুরে রংপুরের তারাগঞ্জে শুকরানা সমাবেশ ও ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এটিএম আজহারুল ইসলাম।

তিনি বলেন, ‘এখন মুক্ত বাংলাদেশে সত্যের পক্ষে উচ্চস্বরে কথা বলে বাকি জীবনটা ন্যায় সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যেতে চাই।’

জামায়াত নেতা আজহারুল ইসলাম বলেন, ‘১৬ বছর ধরে ফ্যাসিস্ট শাসনের মূল্য সবাইকে দিতে হয়েছে। ৫ আগস্ট আমরা মুক্ত হয়েছি। এখনো ষড়যন্ত্র চলছে, শকুনের মতো কিছু শক্তি দেশ দখলের জন্য ওঁৎ পেতে আছে। তাদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে জানান তিনি।

এ সময় তিনি বিগত সময়ে যেসব আলেম-ওলামাদের ফাঁসি দেয়া হয়েছে তা অন্যায়ভাবে হয়েছে। তাই ওইসব রায়ের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান আজহার।

মিথ্যা সাক্ষ্য আর বিচারপতিরা বিবেক বিক্রি করে অপরাধের নাটক সাজিয়ে তাকে সাজা দেয়া হয়েছিলো বলে অভিযোগ করে তিনি বলেন, ‘এখন মুক্ত দেশে অপরাধের এসব সংস্কৃতি থেকে বেরিয়ে সংস্কার পরবর্তী অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। নির্বাচন কবে জানি না। তবে যদি আগামী এপ্রিলের মধ্যে সংস্কার সম্পন্ন হয় তবে আমরা চাই ওই এপ্রিলের মধ্যেই যেন নির্বাচনের কাজ শুরু হয়। এবারের নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোট বিপ্লবের মাধ্যমে সৎ ও যোগ্যদের ক্ষমতায় আনার কথা জানান তিনি।

নিজ সংসদীয় আসন বদরগঞ্জ-তারাগঞ্জের উন্নয়নে নিজের জীবন উৎসর্গ করার প্রতিশ্রুতি জানান সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। আগামী নির্বাচনে নিজের জন্য ভোট প্রার্থনাও করেন তিনি।

এদিকে মানবতাবিরোধী অপরাধের মিথ্যা মামলায় কারাভোগের পর প্রায় ১৪ বছর পর এটিএম আজহারুল ইসলামকে নিজ এলাকায় পেয়ে খুশি নিজ দলের কর্মী সমর্থকরা।

পুনর্মিলনী ও শুকরানা সমাবেশে উপস্থিত থেকে সভায় আরও বক্তব্য রাখেন: সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালনা পরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর আমীর এটিএম আজম খান, জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০১২ সালের ২২ অগাস্ট মগবাজারের বাসা থেকে গ্রেফতার হন জামায়াতে ইসলামীর তখনকার সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। তখন থেকেই তিনি কারাগারে ছিলেন।

শেষবার রংপুরের বদরগঞ্জ এলাকায় গিয়েছিলেন ২০১১ সালের সেপ্টেম্বর মাসে গ্রেফতারের আগে। কারামুক্ত হওয়ার পর ২০২৫ সালের ১২ জুন তিনি ফের সেই এলাকায় সফর করছেন। দীর্ঘ ১৪ বছর পর তিনি নিজের গ্রামের বাড়ি ফিরে এসেছেন। দীর্ঘদিন পর তাকে পেয়ে নিজ সংসদীয় আসন বদরগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচি রেখেছেন নিজ স্থানীয় কর্মী ও সমর্থকরা।

বাংলাদেশ সময়: ১৬:১৬:২৯   ৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ডিসির নতুন মিশন: গ্রামেও হবে ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’
রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার এই সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না - আইন উপদেষ্টা
গভীর সমুদ্রে মাছ ধরা কার্যক্রম জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার
অন্তর্বর্তীকালীন সরকারের দুই ছাত্র প্রতিনিধিকে সরাতে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম
গাজীপুরে বাড়ছে নির্বাচনী আসন, কমছে বাগেরহাটে: ইসি আনোয়ারুল
বিদেশে সার্জারির সিদ্ধান্ত নাকচ করেছেন জামায়াত আমির
আইএমও নির্বাচনে সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন চাইলেন নৌপরিবহন উপদেষ্টা
কোটা আন্দোলনে ছাত্রদের পাশাপাশি রয়েছে হতদরিদ্রদের আত্মত্যাগ : ফারুক ই আজম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ