সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
রবিবার, ১৫ জুন ২০২৫



সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

জেলায় আজ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় শাড়ি, ওষুধ-সহ বিভিন্ন মালামাল এবং মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

আজ রোববার দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার তল্ইুগাছা, বৈকারী, ভোমরা, কুশখালী, হিজলদী, মাদরা ও কাকডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা বিওপি’র পৃথক দু’টি বিশেষ আভিযানিক দল চারাবাড়ি ও নটিজঙ্গল নামক সীমান্ত থেকে ভারতীয় ওষুধ, কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল কুশখালী বেড়িবাধ নামক স্থান হতে ভারতীয় শাড়ী, বৈকারী বিওপি’র বিশেষ আভিযানিক দল বৈকারী মাঝপাড়া এবং ভোমরা বিওপি’র বিশেষ আভিযানিক দল লক্ষীদাড়ি নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে।

এছাড়া, কলারোয়া উপজেলার হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল ফুলবাগান নামক স্থান হতে ও কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল রাজাপুর নামক স্থান হতে ১০০ পিস ভারতীয় নেশাজাতীয় সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক প্রায় সাতলাখ ৮৫ হাজার টাকা।

বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৪৮   ৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


অপরাধ প্রতিরোধে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না : চরমোনাইর পীর
সাতক্ষীরা সীমান্তে চোরাচালান পণ্য জব্দ
নির্বাচনে এআই ভয়াবহ হুমকি হতে পারে : সিইসি
চুনকুড়ি নদী থেকে আহত কচ্ছপ উদ্ধার
দেশের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে যেতে চাই: সিইসি
ঝিনাইদহে আরও ৬ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ
ঝিনাইদহ সীমান্তে স্বর্ণের বার জব্দ
এত অপরাধ প্রবণতা পৃথিবীর কোনো দেশে নেই: ধর্ম উপদেষ্টা
২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি নাহিদের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ