‘আজীবন জনস্বার্থ ও ন্যায়ের প্রশ্নে আপস করেননি আবদুর রহমান’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘আজীবন জনস্বার্থ ও ন্যায়ের প্রশ্নে আপস করেননি আবদুর রহমান’
রবিবার, ১৫ জুন ২০২৫



‘আজীবন জনস্বার্থ ও ন্যায়ের প্রশ্নে আপস করেননি আবদুর রহমান’

বীর মুক্তিযোদ্ধা ও নারায়ণগঞ্জের নাগরিক আন্দোলনের নেতা আবদুর রহমানের স্মরণে এক শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা আয়োজন করেছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। রোববার (১৫ জুন) বিকেলে আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের আন্ডারগ্রাউন্ডে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, আবদুর রহমান ছিলেন একজন আপসহীন কণ্ঠস্বর, যিনি জীবনের প্রতিটি পর্যায়ে অন্যায়, নিপীড়ন ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি রাজনীতিকে দেখতেন মানুষের মুক্তির সংগ্রাম হিসেবে। কোনো দলীয় স্বার্থ নয়, জনস্বার্থ ও ন্যায়ের প্রশ্নে ছিলেন অবিচল। তার জীবন ও সংগ্রাম তরুণ প্রজন্মের জন্য একটি আদর্শ হয়ে থাকবে।

নাগরিক কমিটির উপদেষ্টা রবিউর রাব্বি বলেন, “নারায়ণগঞ্জে সত্য বলার মানুষ আজ বিরল। রহমান ভাই ছিলেন সেই বিরল ব্যতিক্রম। তিনি কখনও আপস করেননি, ছিলেন সৎ, সাহসী ও স্পষ্টবাদী।”

এডভোকেট মাহবুবুর রহমান মাসুম আবেগঘন স্মৃতিচারণ করে বলেন, “আমার আজকের অবস্থানে আসতে রহমান ভাইয়ের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। তিনি শুধু পথপ্রদর্শক ছিলেন না, ছিলেন অভিভাবকও। আমি তাঁর ঘনিষ্ঠ একজন কর্মী হিসেবে গর্বিত।”

সভায় সভাপতিত্ব করেন নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক। সভা সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির।

স্মরণসভায় উপস্থিত ছিলেন: নাগরিক কমিটির উপদেষ্টা আব্দুস সুবহান, রবিউর রাব্বি, সহ-সভাপতি হাসমত উল্লাহ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, বাসদ জেলা কমিটির সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক এডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, সমমনার সাধারণ সম্পাদক গোবিন্দ সাহা প্রমুখ।

পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন: বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানের বড় ছেলে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন সেলের সদস্য আহমেদুর রহমান তনু, ছোট ছেলে চিত্রশিল্পী তপু ও মেয়ে এডভোকেট তানহা রহমান।

সভায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দোয়া পরিচালনা করা হয় তার রুহের মাগফেরাত কামনায়।

বাংলাদেশ সময়: ২৩:১৮:৫৯   ৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তথ্য উপদেষ্টার সঙ্গে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ
বেলারুশকে ঢাকায় দূতাবাস খোলার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
সরিষাবাড়ীতে চাঁদার দাবিতে মহাসড়ক নির্মাণ প্রতিষ্ঠানের কর্মচারীর ওপর হামলা
ভয়াবহ বন্যার কবলে যুক্তরাষ্ট্রের আরও এক অঙ্গরাজ্য, জরুরি অবস্থা
নতুন বাংলাদেশ গড়তে বিচার, সংস্কার এবং সংবিধানের মাধ্যমে এগোতে হবে: নাহিদ ইসলাম
মেডিকেল শিক্ষায় সহায়তা ও অর্থনৈতিক অঞ্চলের জন্য কৃতজ্ঞ ভুটান: রাষ্ট্রদূত
অস্ট্রেলিয়ার গতি তারকা রোর্কি মারা গেছেন
কুমিল্লায় বাড়ছে গোমতী নদীর পানি, জরুরি সতর্কতা
রুটকে সরিয়ে শীর্ষে উঠলেন ব্রুক, ক্যারিয়ার সেরা রেটিং গিলের
পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন, আতঙ্কে ৬০০ পরিবার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ