দারিদ্র্যের হার কমাতে কাজ করছে সরকার: আলেয়া আক্তার

প্রথম পাতা » চট্টগ্রাম » দারিদ্র্যের হার কমাতে কাজ করছে সরকার: আলেয়া আক্তার
বুধবার, ১৮ জুন ২০২৫



দারিদ্র্যের হার কমাতে কাজ করছে সরকার: আলেয়া আক্তার

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার বলেছেন, দেশে দারিদ্র্যের হার কমাতে স্থানীয় সরকারগুলোর সঙ্গে সমন্বয় করে দারিদ্র্য বিমোচনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সরকার।

আজ (১৮ জুন) চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিসিমিনেশন প্রোগ্রাম প্রোবার্টি ম্যাপ অব বাংলাদেশ-২০২২ শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

সচিব আলেয়া আক্তার বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ দেশের দারিদ্র্য হ্রাস করতে প্রতি বছর তথ্য সংগ্রহ করে একটা পরিসংখ্যান সরকারের কাছে তুলে ধরে। এই বিভাগ ভুল ত্রুটি না করে আরো ভালো করে কাজ করার চেষ্টা করছে। আমরা নিজ জায়গায় থেকে সঠিকভাবে কাজ করলে দেশের দারিদ্র্য বিমোচন হ্রাস করা সম্ভব।

তিনি বলেন, বিবিএস’র সর্বশেষ জরিপ অনুযায়ী, বাংলাদেশে দারিদ্র্যের হার কমেছে, তবে কিছু কিছু অঞ্চলে এখনও দারিদ্র্যের হার বেশি, যা নীতিনির্ধারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। বিবিএস ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে দারিদ্র্য নিরসনে কাজ করছে। এর মাধ্যমে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা সহজ হয়েছে।

তিনি আরও বলেন, ইউএনডিপি, বিশ্বব্যাংক, ইউনিসেফসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা দারিদ্র্য বিমোচন এবং এসডিজি অর্জনে বাংলাদেশকে সহযোগিতা করছে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম।

আয়োজিত সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রতিনিধি এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা প্রশাসকসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৯:১৮   ১৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কক্সবাজারে ‘সংঘবদ্ধ ধর্ষণের শিকার’ কিশোরীর মৃত্যু
শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন হান্নান মাসউদ
এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে : ডা. তাহের
নিরবচ্ছিন্ন ও মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবে - তৈয়্যব
আজকে বাংলাদেশের জন্য অনেক একটা আনন্দের দিন : আমীর খসরু
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
রাঙ্গামাটিতে বৈশাখী টিভির ২১ বছরে পূর্তি উৎসব পালিত
মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ ২ পাচারকারীকে আটক
শহীদ ওসমান হাদীর স্মরণে রাঙ্গামাটিতে আলোচনা সভা
কুমিল্লায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে শুকরিয়া জ্ঞাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ