দারিদ্র্যের হার কমাতে কাজ করছে সরকার: আলেয়া আক্তার

প্রথম পাতা » চট্টগ্রাম » দারিদ্র্যের হার কমাতে কাজ করছে সরকার: আলেয়া আক্তার
বুধবার, ১৮ জুন ২০২৫



দারিদ্র্যের হার কমাতে কাজ করছে সরকার: আলেয়া আক্তার

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার বলেছেন, দেশে দারিদ্র্যের হার কমাতে স্থানীয় সরকারগুলোর সঙ্গে সমন্বয় করে দারিদ্র্য বিমোচনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সরকার।

আজ (১৮ জুন) চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিসিমিনেশন প্রোগ্রাম প্রোবার্টি ম্যাপ অব বাংলাদেশ-২০২২ শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

সচিব আলেয়া আক্তার বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ দেশের দারিদ্র্য হ্রাস করতে প্রতি বছর তথ্য সংগ্রহ করে একটা পরিসংখ্যান সরকারের কাছে তুলে ধরে। এই বিভাগ ভুল ত্রুটি না করে আরো ভালো করে কাজ করার চেষ্টা করছে। আমরা নিজ জায়গায় থেকে সঠিকভাবে কাজ করলে দেশের দারিদ্র্য বিমোচন হ্রাস করা সম্ভব।

তিনি বলেন, বিবিএস’র সর্বশেষ জরিপ অনুযায়ী, বাংলাদেশে দারিদ্র্যের হার কমেছে, তবে কিছু কিছু অঞ্চলে এখনও দারিদ্র্যের হার বেশি, যা নীতিনির্ধারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। বিবিএস ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে দারিদ্র্য নিরসনে কাজ করছে। এর মাধ্যমে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা সহজ হয়েছে।

তিনি আরও বলেন, ইউএনডিপি, বিশ্বব্যাংক, ইউনিসেফসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা দারিদ্র্য বিমোচন এবং এসডিজি অর্জনে বাংলাদেশকে সহযোগিতা করছে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম।

আয়োজিত সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রতিনিধি এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা প্রশাসকসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৯:১৮   ৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : মোহাম্মদ শাহজাহান
ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে: ঊষাতন তালুকদার
ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা অব্যাহত রেখেছে : শিল্প উপদেষ্টা
চট্রগ্রামের শীতল ঝর্ণা খালের ওপর ধসে পড়া সেতু পরিদর্শন করেছেন শিল্প উপদেষ্টা
চট্টগ্রাম বার দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে - শিল্প উপদেষ্টা
আমরা প্রধান উপদেষ্টার ঘোষণাকে সাধুবাদ জানাই: জাহিদ হোসেন
প্রবাসীকে আনতে গিয়ে একই পরিবারের ৭ জন নিহত
সাংবাদিকদের বিএনপির নয়, দেশ ও জনগণের হতে হবে : আমীর খসরু
রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে
চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ