নারায়ণগঞ্জের সুনাম নষ্ট করেছে সন্ত্রাসীদের গডফাদাররা: গিয়াসউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জের সুনাম নষ্ট করেছে সন্ত্রাসীদের গডফাদাররা: গিয়াসউদ্দিন
শুক্রবার, ২০ জুন ২০২৫



নারায়ণগঞ্জের সুনাম নষ্ট করেছে সন্ত্রাসীদের গডফাদাররা: গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “নারায়ণগঞ্জের মানুষের সুনাম ও খ্যাতি নষ্ট করে দিয়েছে বর্তমান সরকারের সময়কার সন্ত্রাসীদের গডফাদার ও তাদের অনুসারীরা। আমরা চাই এই দুর্নাম মোচন করে নারায়ণগঞ্জকে পুরনো ঐতিহ্যে ফিরিয়ে আনতে।”

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বিএনপি একটি উদার, গণতান্ত্রিক ও বৃহৎ রাজনৈতিক দল। গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে দলটি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। আমরা বিশ্বাস করি, দলের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে।”

এর আগে বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে সাইলো গেইট এলাকায় মোসলেহ উদ্দিন সেলিমকে গণসংবর্ধনা দেওয়া হয়। দীর্ঘ প্রায় ২০ বছর পর দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরায় নেতাকর্মীরা তাকে এই সংবর্ধনা দেন। পরে তিনি নেতাকর্মীদের নিয়ে মিছিলসহকারে গিয়াস উদ্দিনের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন।

গণসংবর্ধনা ও সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, স্থানীয় যুবসমাজ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৫০   ১৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
গণযোগাযোগ অধিদপ্তরের নতুন মহাপরিচালক আবদুল জলিল
জামালপুরে চাঁদা না পেয়ে ২৯ দিন ধরে মাদ্রাসা বন্ধ, স্থানীয় যুবকের বিরুদ্ধে অভিযোগ
বিএনপির নাম বিক্রি করে এমপি হতে চাইলে ছাড় দেওয়া হবে না: টিপু
রাজনীতিতে আসছি সেবা করতে, ব্যবসা করতে না: মাসুদুজ্জামান
মাঠ থাকা সত্ত্বেও শিশুরা এখন ফোন নিয়ে পড়ে থাকে: ডিসি
আশা জাগিয়েও দ. আফ্রিকার কাছে হারলো বাংলাদেশ
ইসরায়েল থেকে মুক্তি পেল ১ হাজার ৯৬৮ ফিলিস্তিনি, ‘মাইলফলক’ বলল হামাস
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজদের জায়গা থাকবে না : গোলাম পরওয়ার
কিশোরীর পণ ‘‘পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও’’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ