জালালাবাদ এবং লাফার্জহোলসিম গ্যাস সরবরাহের জন্য চুক্তি স্বাক্ষরিত

প্রথম পাতা » অর্থনীতি » জালালাবাদ এবং লাফার্জহোলসিম গ্যাস সরবরাহের জন্য চুক্তি স্বাক্ষরিত
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫



জালালাবাদ এবং লাফার্জহোলসিম গ্যাস সরবরাহের জন্য চুক্তি স্বাক্ষরিত

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড লাফার্জহোলসিম বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক নির্ধারিত প্রতি ঘনফুট ৪০ টাকায় গ্যাস সরবরাহের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।

আজ মঙ্গলবার বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ১০ বছরের এই গ্যাস সরবরাহ চুক্তি ২০২৬ সালের জানুয়ারিতে কার্যকর হবে।

উপদেষ্টা বলেন, ‘আমরা দেশে জ্বালানি নিরাপত্তার জন্য আন্তরিকভাবে কাজ করছি। যুদ্ধের সময়, একটি তেলবাহী জাহাজ বন্দরে এসে পৌঁছেছিল, যদিও আমাদের পর্যাপ্ত মজুদ রয়েছে। সরবরাহকারীরা বিভিন্ন স্থান থেকে তেল আনে, যা আমাদের সুবিধা।’

ভর্তুকি এবং জ্বালানির দাম সম্পর্কিত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আমাদের কিছু সতর্কতা রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কাছে কিছু অর্থ রয়েছে। প্রয়োজনে আমরা সেখান থেকে সমন্বয় করব।’

তিনি বলেন, ‘গ্যাস খাতে ভর্তুকির পরিমাণ বেশি। আমরা আর ভর্তুকির পরিমাণ বাড়াতে পারব না। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এর সঙ্গে চুক্তিটিও পর্যালোচনা করা হচ্ছে। তাদের বাজার দরে গ্যাসের দাম দিতে হবে।’

লাফার্জহোলসিমের সঙ্গে চুক্তি সম্পর্কে তিনি বলেন, ‘একটি চুক্তি কেবল গ্যাস সরবরাহ চুক্তি নয়। এটি বিশ্ববাসীর কাছে একটি বার্তাও যে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি ভালো জায়গা।’

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘আমরা নতুন বিনিয়োগের পাশাপাশি পুরানো বিনিয়োগ ধরে রাখার জন্য কাজ করছি। আমরা বিশ্বব্যাপী নেতৃত্ব দেয়া প্রতিষ্ঠান লাফার্জের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে পেরে আনন্দিত।’

তিনি বলেন, ‘এই চুক্তিটি একটি বার্তা দেবে। যারা এখানে বিনিয়োগ করতে আসবেন তারা তাদের জানার চেষ্টা করতে পারেন। তাদের বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা পেতে দিন। আমি মনে করি অনেকেই তাদের প্রতিক্রিয়া জানতে আগ্রহী হবেন।’

বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত রেটো রেংগলি বলেন, চুক্তি এবং প্রযুক্তির ব্যবহার বাংলাদেশের স্বল্পোন্নত অর্থনীতিতে উত্তরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ইইউ রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলার বলেন, তারা বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন।

বিভাগীয় সচিব মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচেত্রুও বক্তব্য রাখেন।

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইকবাল চৌধুরী বলেন, লাফার্জহোলসিম সিমেন্ট উৎপাদনের পাশাপাশি দক্ষ জনবলও তৈরি করছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:১৯   ১৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


অক্টোবরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৩৪ কোটি মার্কিন ডলার
হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই
দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান: অর্থ উপদেষ্টা
পোশাক তৈরির কাঁচামাল ও গুরুত্বপূর্ণ স্যাম্পল ধ্বংস হয়েছে : বিজিএমইএ
পরবর্তী মুদ্রানীতিতে ঋণের সুদের হার একক ডিজিট নির্ধারণের আশ্বাস গভর্নরের
চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৪.৮ শতাংশ : বিশ্বব্যাংক
দেশের অর্থনীতি স্বস্তিতে আছে : অর্থ উপদেষ্টা
স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ টাকা
ব্যাংকিং খাতে দক্ষ এমডির চরম সংকট : গভর্নর
পূজায় টানা ৬ দিন বন্ধ ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ