ফতুল্লায় চার স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় চার স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
বুধবার, ২৫ জুন ২০২৫



ফতুল্লায় চার স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় দশম শ্রেণির চার স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে পাগলা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মিজানুর রহমান ওরফে মিজান (৪৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ জুন) রাতে ঢাকার মোহাম্মদপুরের সাদেক খান রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে তিনজন ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত মিজানুর রহমান, বরিশালের আগৈলঝাড়া উপজেলার মৃত আবু তালেব শিকদারের পুত্র।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, মিজান ঢাকায় বসবাস করলেও ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে আর্ট ও কম্পিউটার ক্লাস নিতেন। প্রতি শুক্রবার স্কুল বন্ধ থাকায় তিনি শিক্ষার্থীদের প্রলোভনের ফাঁদে ফেলে ঢাকায় নিয়ে যেতেন এবং সেখানে ধর্ষণ করতেন।

পুলিশ জানায়, অভিযুক্ত শিক্ষক চলতি জুন মাসের ৬, ১১ ও ২৩ তারিখে স্কুলের দশম শ্রেণির চারজন ছাত্রীকে একে একে কৌশলে ঢাকায় নিয়ে যায়। সেখানে একটি ভাড়া বাসায় তাদের একাধিকবার ধর্ষণ করেন তিনি। সর্বশেষ ২৩ জুন একজন ছাত্রীকে একই কৌশলে নিয়ে গেলে, সে ২৪ জুন কৌশলে পালিয়ে এসে পরিবারকে বিস্তারিত জানায়। তার ভাষ্য অনুযায়ী, ঢাকায় এখনো তিন বান্ধবী আটক আছে জানিয়ে সে পুলিশকে সহায়তা করে। পরে পুলিশ মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার এবং অভিযুক্ত মিজানকে গ্রেপ্তার করে।

ওসি শরিফুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃত মিজান একজন বিকৃত রুচির ব্যক্তি। তার বিরুদ্ধে ঢাকার একটি থানায় পর্নোগ্রাফি ও ধর্ষণের একটি মামলা আগেই রয়েছে। নতুন করে ফতুল্লা থানায়ও একটি ধর্ষণ মামলা রুজু হয়েছে। তাকে রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।”

বাংলাদেশ সময়: ২৩:১১:০৬   ২১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে এক যুবতীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
‘যারা অরাজকতা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’
জনগণকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে: ডিসি
ভোট দিলে জান্নাত, এটি ধর্ম নিয়ে প্রতারণা - জামায়াতকে রিজভী
জাতীয় সরকার গঠিত হলে বাংলাদেশ হবে স্থিতিশীল ও উন্নত রাষ্ট্র : নুর
বাংলাদেশকে ২৯৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
আশা জাগিয়েও হতাশার ড্র বাংলাদেশের
চলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে - পার্বত্য উপদেষ্টা
আগামীর স্বপ্নপূরণে মাদরাসার শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে - ধর্ম উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ