‘কালো জাদু’তে বিশ্বাসী কাজল, জানালেন ভয়ংকর অভিজ্ঞতা!

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘কালো জাদু’তে বিশ্বাসী কাজল, জানালেন ভয়ংকর অভিজ্ঞতা!
শনিবার, ২৮ জুন ২০২৫



‘কালো জাদু’তে বিশ্বাসী কাজল, জানালেন ভয়ংকর অভিজ্ঞতা!

ব্যক্তিগত জীবনে ‘কালো জাদু’তে বিশ্বাস করেন বলিউড অভিনেত্রী কাজল। ভয়ংকর এক অভিজ্ঞতার কারণে কাজল বিশ্বাস রাখেন জ্বীন, পরী, ভূত-প্রেতের অস্তিত্বেও।

ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল জানান তার ভূত, প্রেত আর কালো জাদুতে বিশ্বাস রয়েছে।

কাজল বলেন,

আমি কখনই প্রথমে এসব বিশ্বাস করতাম না। ভৌতিক কোনো সিনেমাও দেখতাম না। কিন্তু আমার বোন এসবে বিশ্বাস রাখে। ভৌতিক সিনেমাও দেখে। ও যখন কোনো ভৌতিক সিনেমা দেখতো তখন আমি ওকে মজা করে বলতাম, ভয় পেতে চাইলে আমার কাছে আয়, ফ্রিতে ভয় দেখিয়ে দেব। আমার প্রস্তাবে ও অবশ্য কখনও রাজি হয়নি।

কাজল আরও বলেন,

পৃথিবেীতে আসলে এমন অনেক কিছুর অস্তিত্ব রয়েছে যা আমরা দেখতে পাই না। আমার জীবনে ভয়ংকর এক অভিজ্ঞতার কথা বলতে পারি। আমরা একটি পুরনো হাভেলিতে (এক ধরনের ঐতিহ্যবাহী রাজকীয় প্রাসাদ বা বিশাল আকারের বাড়ি) শুটিং করতে গিয়েছিলাম। কলকাতা থেকে কয়েক ঘণ্টার দূরত্ব ছিল প্রাসাদটির। সেখানে পৌঁছানোর পর আমার জানালার দিকে চোখ যায়। আমি দেখি, জানালায় একটি মাথার খুলি পড়ে রয়েছে। আমাদের টিমের কেউ কিন্তু ওই খুলি সেখানে রাখেনি।

এরপর একটু গম্ভীর হয়েই এ অভিনেত্রী বলেন,

এর কিছুক্ষণ পর আমি একটি বাচ্চা মেয়েকে সেখানে দেখতে পাই। হঠাৎ সে আমার কাছে আসে আর বলে, আন্টি আমার কমলালেবুর রস খেতে খুব ভালো লাগে। মেয়েটি বেশভূষা পেত্নীর মত ছিল। পরে ওকে কোথাও সেখানে খুঁজে পাইনি।

কালো জাদু প্রসঙ্গে কাজল বলেন,

আপনি যদি আলোয় বিশ্বাস করেন, তা হলে আপনাকে অন্ধকারেও বিশ্বাস রাখতে হবে। পৃথিবীতে কখনও কখনও এমন কিছু সময়, মুহূর্ত আসে, যখন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন, আপনার চারপাশে কিছু একটা হচ্ছে। কিছু একটা ঠিক নেই চার পাশে।

গত ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কাজল অভিনীত ভৌতিক সিনেমা ‘মা’। সিনেমায় একজন মা তারে মেয়েকে বাঁচাতে কী কী করতে পারে সে চেষ্টা আর অনুভূতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী কাজল।

বাংলাদেশ সময়: ১৬:২৩:০৪   ৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে নাহিদ ইসলামের কুশল বিনিময়
আড়াইহাজারে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
ভূমিকম্পে সারা দেশে নিহতের সংখ্যা বেড়ে ১০, আহত ৬ শতাধিক
সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার বৈঠক
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ
ভূমিকম্পের পূর্বাভাস দেয়া যায় না কেন
সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
মিস ইউনিভার্স হলেন মেক্সিকোর ফাতিমা বশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ