নাহিদ-হাসনাতদের দেখতে রাস্তার মানুষের ভিড়

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাহিদ-হাসনাতদের দেখতে রাস্তার মানুষের ভিড়
বুধবার, ২ জুলাই ২০২৫



নাহিদ-হাসনাতদের দেখতে রাস্তার মানুষের ভিড়

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে ২৯ দিনে দেশের ৬৪ জেলায় পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

পদযাত্রার দ্বিতীয় দিনে আজ বুধবার কুড়িগ্রাম এসে পৌঁছেছে সংগঠনটির নেতা-কর্মীরা।

পদযাত্রাটি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এসে পৌঁছলে পদযাত্রায় অংশ নেয় সর্বস্তরের মানুষ।

স্কুলের শিক্ষার্থীরা ফুল নিয়ে অভিবাদন জানায় নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, তাজনূভা জাবীন ও সামান্তা শারমিনকে।

তাদের এক পলক দেখতে রাস্তায় ভীড় জমায় খেটে খাওয়া সাধারণ মানুষ।

আজ দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এনসিপি’র পদযাত্রায় সরেজমিনে দেখা যায়, মানুষ রাজারহাট বাজারের দোকানগুলো থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে।

এনসিপি’র নেতৃবৃন্দকে অভিবাদন জানানোর জন্য স্কুলের শিক্ষার্থীরা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। নারীরা দূর থেকে দাঁড়িয়ে নাহিদদের দেখছে। সকলের চোখে মুখে আনন্দের ছাপ স্পষ্ট। অনেক বৃদ্ধ ব্যক্তিও এসেছেন তাদের এক পলক দেখতে।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত পথসভা করে এনসিপি।

পথসভায় নাহিদ ইসলাম বলেন, হাসিনা স্বৈরাচারের পতন আমাদের মনে করিয়ে দেয় যে, কেউ ক্ষমতার মসনদে চিরকাল থাকতে পারে না। যারাই জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, মানুষের অধিকারের বিরুদ্ধে দাঁড়াবে, যারা সন্ত্রাস ও চাঁদাবাজির পক্ষে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে বারবার গণঅভ্যুত্থান সংঘটিত হবে।

তিনি বলেন, হাসিনার পতনের মধ্য দিয়ে আমাদের কেবল একটি স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। কিন্তু আমরা এখনো একটি নতুন বাংলাদেশ তৈরি করতে পারি নাই।

নাহিদ আরো বলেন, কুড়িগ্রামের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতি নিয়ে আমাদের কাজ করতে হবে। কুড়িগ্রামের মানুষ দীর্ঘদিন থেকে বঞ্চনার শিকার। কুড়িগ্রাম অর্থনৈতিক ও আঞ্চলিক বৈষম্যের শিকার যাতে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:০৫   ১১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে প্রথম বারের মত শুরু হয়েছে অনলাইন MCQ প্রতিযোগিতা
শেরপুরে কৃষি কর্মকর্তাকে ছাত্রদল নেতার থাপ্পড়
স্মারকলিপি দিতে মিছিল নিয়ে যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ দল
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৭৫ শতাংশ অগ্রগতি : প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ
‘সততা, জনসেবা ও সাংগঠনিক শক্তি দিয়ে নির্বাচনে লড়াই করতে হবে’
মাসুদুজ্জামানের পক্ষে জীবনের সর্বোচ্চ বাজি রেখে কাজ করার আহ্বান
পরিবহন শ্রমিকদের কল্যাণ ফান্ড গঠনের নির্দেশ ডিসির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ